Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

নাগরিকদের দেশে ফেরাতে তৎপর ভারত, সহিংসতার জেরে দেশে ফিরল ১ হাজার ভারতীয়

Kibria Ansary

Published: 20 July, 2024, 07:52 PM
নাগরিকদের দেশে ফেরাতে তৎপর ভারত, সহিংসতার জেরে দেশে ফিরল ১ হাজার ভারতীয়

নয়াদিল্লি, ২০ জুলাই: বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের জেরে দেশ ছাড়ছে ভারতীয়রা। চলমান সহিংসতার জেরে প্রায় ১ হাজার পড়ুয়া ভারতে ফিরে এসেছেন। তারা স্থল ও আকাশপথে ভারতে ফিরে এসেছেন। স্থল পথ দিয়ে আসার ক্ষেত্রে উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত পয়েন্টগুলি বেশি ব্যবহার করা হচ্ছে। ভারতীয় বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, "বাংলাদেশে বসবাসরত রয়েছে ১৫ হাজার ভারতীয়। তাদের মধ্যে সাড়ে আট হাজার পড়ুয়া পড়াশোনায় পাঠরত। ইতিমধ্যে ভারতীয় হাইকমিশন সারা দেশে অধ্যয়নরত প্রায় ৪০০০ শিক্ষার্থীর সাথে যোগাযোগ করছে। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এবং চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় সহকারী হাইকমিশনের আধিকারিকরা ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে সহায়তা করছে।"

বিদেশমন্ত্রক জানিয়েছে, "স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে হাইকমিশন ও সহকারী হাইকমিশনের পক্ষ থেকে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের সীমান্ত ক্রসিং পয়েন্টগুলোতে নিরাপদে যাতায়াতের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নাগরিকদের সুস্থভাবে দেশে ফিরিয়ে আনতে বিদেশমন্ত্রক বেসামরিক বিমান চলাচল, অভিবাসন, স্থলবন্দর এবং বিএসএফ কর্তৃপক্ষের সাথেও সমন্বয় করছে।" এমইএ-এর বিবৃতি অনুযায়ী, এখনও পর্যন্ত ৭৭৮ জন ভারতীয় শিক্ষার্থী বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারতে ফিরেছেন। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে নিয়মিত ফ্লাইটে প্রায় দু'শো পড়ুয়া দেশে ফিরেছেন। এমনকি নেপাল ও ভুটানের অনুরোধে সে দেশের পড়ুয়াদের ভারতে প্রবেশ করতে সহায়তা করা হচ্ছে।

বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, "ভারতীয় নাগরিক ও পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকমিশন এবং সহকারী হাইকমিশন বাংলাদেশ সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। নির্বাচিত স্থলবন্দর দিয়ে প্রত্যাবাসনের সময় সড়কপথে যাতায়াতের জন্য যেখানে প্রয়োজন সেখানে নিরাপত্তা এসকর্টের ব্যবস্থাও করা হয়েছে।"

ঢাকা ও চট্টগ্রাম থেকে ভারতে ফ্লাইট সার্ভিস নিশ্চিত করতে ভারতীয় হাইকমিশন বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বাণিজ্যিক বিমান সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করছে বলে জানিয়েছে এমইএ। বিদেশমন্ত্রক জানিয়েছে, ঢাকার ভারতীয় হাই কমিশন এবং বাংলাদেশে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনগুলি ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তালিকাভুক্ত জরুরি যোগাযোগের নম্বরের মাধ্যমে ভারতীয় নাগরিকদের প্রয়োজনীয় যে কোনো সহায়তার জন্য প্রস্তুত রয়েছে।

প্রসঙ্গত, কোটা বিরোধী আন্দোলনে পড়ুয়াদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল ঢাকাসহ সারা দেশ প্রায় অচল হয়ে পড়ে। রাজধানী ছাড়াও দেশের ৪৭টি জেলায় গতকাল দিনভর বিক্ষোভ, অবরোধ, পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের হামলা-গুলি ও সংঘাতের ঘটনা ঘটে। বিক্ষোভ-সংঘর্ষে মৃত্যুমিছিল দেখছে দেশ। কোটা বিরোধী আন্দোলনে এপর্যন্ত ১০৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ২৫ হাজারের বেশি মানুষ। আন্তর্জাতিক সংবাদ সংস্থা  এক প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ পাওয়া খবরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৫ জনে। এদিকে পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে জারি হয়ে হয়েছে কার্ফু। সারাদেশ এখন সেনার আওতায়। দু'পক্ষই নিজ নিজ অবস্থানে অনড়।

দেশ - এর থেকে আরোও খবর

India is eager to return its citizens 1 thousand Indians returned home due to violence

Leave a comment