Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

পাক মদদপুষ্ট জঙ্গিদের রুখতে নজরদারি বাড়ানো হল জম্মু-কাশ্মীরে, মোতায়েন এক ব্রিগেড জওয়ান

Bipasha Chakraborty

Published: 20 July, 2024, 06:37 PM
পাক মদদপুষ্ট জঙ্গিদের রুখতে নজরদারি বাড়ানো হল জম্মু-কাশ্মীরে, মোতায়েন এক ব্রিগেড জওয়ান


নয়াদিল্লি, ২০ জুলাই: পর পর জঙ্গি হামলায় উত্তপ্ত জম্মু-কাশ্মীর। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে জম্মুতে সেনার মৃতের সংখ্যা ৫১-এ পৌঁছেছে, যার মধ্যে রয়েছে ডোডা। চলতি বছরেই ১১ জন সেনা প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ডোডায় ৪ সেনা জওয়ান, ৪ জুলাই কাঠুয়ায় পাঁচজন সেনা, মে মাসে পুঞ্জে একজন আইএএফ কর্মী, জুন মাসে একজন সিআরপিএফ কর্মী নিহত হয়েছেন। সম্প্রতি কাশ্মীরের ডোডা জেলায় জঙ্গি হানায় পাঁচ ভারতীয় সেনা জওয়ান নিহত হয়। সেই বর্বরোচিত হামলার  ভিডিয়ো প্রকাশ্যে আনে জঙ্গি সংগঠন 'কাশ্মীর টাইগার্স'। 
জঙ্গি হানার ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্র সরকার। এবার পাকিস্তানি জঙ্গিদের অনুপ্রবেশ আটকাতে জম্মু-কাশ্মীরে ৫০০ প্যারা স্পেশাল ফোর্স কমান্ডো বা প্যারা এসএফ কমান্ডো মোতায়েন করল ভারতীয় সেনা। গোপন সূত্রে খবর, সীমান্তের ওপার থেকে প্রায় ৫০-৫৫ জঙ্গি জম্মুতে ঘাঁটি গেড়েছে। শুধু জঙ্গি কার্যকলাপ রুখতেই নয় কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের মদদ দেওয়া হচ্ছে বলেও সন্দেহ করছে নিরাপত্তারক্ষী বাহিনী। নজরদারি আরও জোরদার করতে জম্মুতে মোতায়েন করা হয়েছে এক ব্রিগেড জওয়ান। সাধারণত, এক একটি ব্রিগেডে জওয়ানের সংখ্যা ৩-৫ হাজারের আশেপাশে থাকে। কয়েকটি ব্যাটেলিয়ন নিয়ে তৈরি হয় একটি ব্রিগেড। পাক মদদপুষ্ট জঙ্গি কার্যকলাপ রুখতে জম্মুতে যে ব্রিগেড মোতায়েন হয়েছে, তাতে রয়েছেন সাড়ে তিন থেকে চার হাজার জওয়ান। সেইসঙ্গে সেনা সূত্রে খবর, জঙ্গিরা আধুনিক অস্ত্র নিজেদের কাছে মজুদ করছে। মার্কিন সেনার ফেলে যাওয়া অস্ত্র পাকিস্তানি জঙ্গিদের হাতে পৌঁছে গিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। 
জম্মুতে আগে থেকেই জঙ্গি দমনের জন্য রাষ্ট্রীয় রাইফেলসের দু’টি বাহিনী রোমিও ও ডেলটা মোতায়েন রয়েছে। সঙ্গে সশস্ত্র বাহিনী রয়েছে আরও। এবার জঙ্গি তৎপরতা রুখতে আরও নজরদারি বাড়ল উপত্যকায়।

Leave a comment