Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

কর্নাটকে ভূমিধস: চারজনের মৃত্যু, নিখোঁজ তিন

Kibria Ansary

Published: 18 July, 2024, 10:16 PM
কর্নাটকে ভূমিধস: চারজনের মৃত্যু, নিখোঁজ তিন

বেঙ্গালুরু, ১৮ জুলাই: কর্নাটক রাজ্যের উত্তর কান্নড় জেলায় ভরি বৃষ্টির কারণে ভূমিধসে চারজনের মৃত্যু হল। নিখোঁজ হয়েছেন তিনজন। মঙ্গলবার জেলার শিরুর গ্রামের কাছে ৬৬ নম্বর জাতীয় সড়কের আনকোলা তালুকে ভূমিধসের ঘটনা ঘটে। উত্তরা কন্নড়ের ডেপুটি কমিশনার লক্ষ্মী প্রিয়া বুধবার জানিয়েছেন, নিহত ও নিখোঁজ সাতজনের মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছে।
 লক্ষ্মী প্রিয়া বলেন, ফায়ার সার্ভিসের একটি দলসহ ২৪ সদস্যের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) উদ্ধার অভিযান পরিচালনা করেছে। তিনি আরও বলেন, আমাদের নৌবাহিনী এবং কোস্টগার্ড সদস্যরা উদ্ধারকাজে সাহায্য করছেন। তারা আমাদের তাদের নিরাপত্তা গিয়ারের পাশাপাশি অপারেশন পরিচালনা করার জন্য কর্মী দিয়েছে। আমাদের কাছে গ্যাস কোম্পানির কুইক রেসপন্স দলও কাজ করছেন। ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ যানজটমুক্ত করার জন্য রাস্তার একপাশ পরিষ্কার করার চেষ্টা করছে। রাস্তাটি ভূমিধসের কারণে বন্ধ হয়ে গিয়েছিল।

দেশ - এর থেকে আরোও খবর

Landslides in Karnataka Four dead three missing

Leave a comment