Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

'প্রত্যেককেই একদিন না একদিন মরতে হবে', পদপিষ্টে ১২১ জনের মৃত্যুতে সাফাই ভোলে বাবার

Bipasha Chakraborty

Published: 18 July, 2024, 04:25 PM
'প্রত্যেককেই একদিন না একদিন মরতে হবে', পদপিষ্টে ১২১ জনের মৃত্যুতে সাফাই ভোলে বাবার

লখনউ, ১৮ জুলাই: 'নিয়তিকে কেউ এড়াতে পারে না, মৃত্যু অনিবার্য' উত্তরপ্রদেশে সৎসঙ্গে পদপিষ্টে ১২১ জনের মৃত্যুর ঘটনায় ভিডিয়ো বার্তায় সাফাই স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার। ভোলে বাবা বলেন, 'পদদলিতের ঘটনায় তিনি শোকাহত। কিন্তু ভাগ্যে যা আছে তা কেউ আটকাতে পারে না, প্রত্যেককেই একদিন না একদিন মরে যেতে হবে। যে এসেছে তাকে একদিন যেতে হবে, কেউ আগে, কেউ পরে।' বুধবার ধর্মীয় গুরুর দেওয়া এই ভিডিয়ো সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে। 

নারায়ণ সাকার হরি ওরফে বাবা সুরজপাল ওরফে ভোলে বাবার অভিযোগ, কিছু লোক তাঁর মানহানি করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘সিট এবং বিচার বিভাগীয় কমিশনের তদন্তে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমাদের সকল ভক্তদেরও পূর্ণ আস্থা রয়েছে। তদন্তে আসল ষড়যন্ত্রকারীদের বিষয়টি সামনে আসবে।’ তিনি আরও বলেন, ‘আমরা এপি সিংয়ের মাধ্যমে কমিটির কাছে অনুরোধ জানিয়েছিলাম, মৃতদের পরিবার ও চিকিৎসাধীন আহতদের পাশে দাঁড়ানোর জন্য। ইতিমধ্যেই সকলের পাশে দাড়িয়েছি আমরা।’

উল্লেখ্য, ঘটনার পর পরই ভোলে বাবাকে সকলের অলক্ষ্যে থেকে তার আইনজীবী এপি সিং মারফৎ ভিডিয়ো বার্তা দিতে দেখা গিয়েছিল। তখন ভোলে বাবার আইনজীবী এ পি সিংয়ের দাবি ছিল, পদপিষ্টের ঘটনায় ভোলে বাবা জড়িত নয়। সম্পূর্ণটাই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র।  

উল্লেখ্য, গত ২ জুলাই উত্তরপ্রদেশের হাথরসের রতিভানপুরে একটি সৎসঙ্গের আয়োজন করা হয়। সেই সৎসঙ্গের ভোলে বাবার প্রবচন শুনতে আসেন ভক্তরা। অনুষ্ঠান শেষ হতেই হুড়োহুড়ি শুরু হয়। ৫০ হাজার মানুষের অনুমতি থাকলেও জমায়েত হয় আড়াইলক্ষ মানুষের। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১২১ জনের। বেসরকারি মতে মৃতের সংখ্যা আরও বেশি। 

Leave a comment