Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

মধ্য আফ্রিকায় কাজে গিয়ে আটকে ঝাড়খণ্ডের ২৭ পরিযায়ী শ্রমিক, ভাইরাল ভিডিয়ো

ইমামা খাতুন

Published: 17 July, 2024, 06:40 PM
মধ্য আফ্রিকায় কাজে গিয়ে আটকে ঝাড়খণ্ডের ২৭ পরিযায়ী শ্রমিক, ভাইরাল ভিডিয়ো

পুবের কলম,ওয়েবডেস্কঃ   হাতে টাকা নেই। পেটে সামান্য দানাপানি জুটছে না। চার মাস বেগার খেটে মেলেনি এক পয়সা’ও। ফের সামনে এল পরিযায়ী শ্রমিকদের করুন অবস্থার ভিডিয়ো। মধ্য-আফ্রিকায় কাজ করতে ফিয়ে আটকে পড়েছে    ঝাড়খণ্ডের ২৭ যুবক অভিযোগএকটি বেসরকারি  সংস্থার মধ্যস্থতায় গত ৩১ মার্চ ক্যামারুনে গিয়েছিলেন ওই পরিযায়ী শ্রমিকরা। চুক্তি অনুয়ায়ী কাজ করলেও গত চার মাস তাদের কোনও মজুরি দেওয়া হয়নি। শুধু তাই নয়, সামান্য খাবার জলের জন্য রীতিমতো লড়াই করতে হচ্ছে তাদের। খাবার ফুরিয়েছে বহু আগে। অর্ধেকের বেশি মোবাইল ফোন বন্ধ হয়ে পরে রয়েছে। রিচার্জের টাকা টুকু নেই।  সঙ্গে থাকা সামান্য পয়সা ইতিমধ্যে শেষ হয়েছে। এমত অবস্থায়  দ্রুত ঘরে ফেরার ব্যবস্থা করার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।

 

 

 

 

জানা গেছে,  আটকে থাকা শ্রমিকেরা সকলেই ঝাড়খণ্ডের। কারও বাড়ি হাজারিবাগ, তো কারও বোকারো কিংবা গিরিডি। অভিযোগগত চার মাস ধরে তাঁদের মাইনে আটকে রেখেছে সংস্থা। ফলে বিদেশ বিভুঁইয়ে বিপাকে পড়েছেন শ্রমিকেরা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই নারী ও শিশু উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা বিভাগের মন্ত্রী বেবি দেবী বিদেশ মন্ত্রককে ওই শ্রমিকদের দেশে ফেরানোর জন্য অনুরোধ করেছেন। এদিন পরিযায়ী শ্রমিকদের ভিডিয়ো শেয়ার করে বিদেশমন্ত্রী এস জয়শংকরকে ট্যাগ করেছেন তিনি। পরিযায়ী শ্রমিকদের নিয়ে কাজ করা সমাজকর্মী সিকন্দর আলিও কেন্দ্র ও রাজ্য সরকারকে দ্রুত পদক্ষেপ করতে অনুরোধ জানিয়েছেন। যদিও কেন্দ্রের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে ২০২২ সালেও মালিতে আটকে পড়া ঝাড়খণ্ডের একদল শ্রমিক দেশে ফেরানোর জন্য সমাজ মাধ্যম মারফত সরকারের কাছে সাহায্য চেয়েছিল। শোনা গিয়েছে, সে বার নিয়োগকারীরা শ্রমিকদের বকেয়া না মিটিয়ে তাঁদের পাসপোর্ট নিয়ে গায়েব হয়ে গিয়েছিলেন।  

 

 

 

 

 

 

Leave a comment