Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

'গর্বিত আমি, তবে আর ফিরবে না ছেলে,' শোকস্তব্ধ কাশ্মীরে নিহত জওয়ান ক্যাপ্টেন ব্রিজেশ থাপার মা

Bipasha Chakraborty

Published: 16 July, 2024, 07:28 PM
'গর্বিত আমি, তবে আর ফিরবে না ছেলে,' শোকস্তব্ধ কাশ্মীরে নিহত জওয়ান ক্যাপ্টেন ব্রিজেশ থাপার মা

 

 

নয়াদিল্লি, ১৬ জুলাই:'এই মাসেই বাড়িতে আসার কথা ছিল, কিন্তু নিয়তির অন্য কিছু পরিকল্পনা ছিল' ছেলেকে হারিয়ে সাংবাদিকদের সামনে চোখের জল সামলে কথা বললেন শহিদ ক্যাপ্টেন ব্রিজেশ থাপার মা নীলিমা থাপা জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন ২৭ বছর বয়সি ব্রিজেশ থাপা শোক প্রকাশ করেছেন জিটিএর চিফ এগজিকিউটিভ অনীত থাপা

ক্যাপ্টেন ব্রিজেশ থাপা ছিলেন দার্জিলিংয়ের লেবংয়ের বাসিন্দা ১৪৫ আর্মি এয়ার ডিফেন্সে কর্মরত ছিলেন বুধবার তাঁর কফিনবন্দি দেহ ফিরবে বাগডোগরায় তার পর লেবংয়ের বাড়ি রওনা হবে তাঁর মরদেহ নীলিমা থাপা বলেন, সেনা দিবসের দিন ১৫ জানুয়ারি জন্ম হয় ব্রিজেশের দেশের জন্যই প্রাণ দিল ব্রিজেশ ছোট থেকেই সেনায় যোগদান করার ইচ্ছে ছিল আমরা বলেছিলাম সেনার জীবন খুব কঠিন তাও নিজের জেদ ছিল দেশের জন্য কিছু করার নীলিমা বলেন, ছেলের জন্য আমি গর্বিত, কিন্তু এটাও জানি আর কোনওদিন ফিরে আসবে না  

 

মার্চ মাসে ছুটির পরে ডিউটিতে চলে গিয়েছিল, ফের এই মাসের শেষের দিকে বাড়ি আসার কথা ছিল কিন্তু নিয়তি তার জন্য অন্য কিছু পরিকল্পনা করেছিল ব্রিজেশের বাবা কর্নেল ভুবনেশ থাপা (অবসরপ্রাপ্ত) বলেছেন, ছেলের জন্য তিনি গর্বিত

 

কাশ্মীরে সেনা মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শোকজ্ঞাপন করে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি প্রধান মেহবুবা মুফতি ডিজিপিকে বরখাস্তের দাবি তুলেছেন তিনি   

উল্লেখ্য, মঙ্গলবার সকালে জম্মু-কাশ্মীরের ডোডায় জঙ্গিদের সঙ্গে গুলি যুদ্ধে পাঁচ নিহত সেনা জওয়ানের মধ্যে ক্যাপ্টেন ব্রিজেশ থাপা ছিলেন একজন অন্য তিনজন ছিলেন নায়েক ডি রাজেশ, সিপাহী বিজেন্দ্র এবং সিপাহী অজয় ​​নারুকা আহত আরও এক জওয়ানের মৃত্যু হয়

মঙ্গলবার এই হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের ছায়াসঙ্গী কাশ্মীর টাইগার্স

Leave a comment