Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

'ডিগ্রি কাজে আসবে না, পাংচারের দোকান খুলুন', শিক্ষা বিষয়ক অনুষ্ঠানে বিজেপি বিধায়কের মন্তব্য ঘিরে বিতর্ক

Bipasha Chakraborty

Published: 16 July, 2024, 05:33 PM
'ডিগ্রি কাজে আসবে না, পাংচারের দোকান খুলুন', শিক্ষা বিষয়ক অনুষ্ঠানে বিজেপি বিধায়কের মন্তব্য ঘিরে বিতর্ক

 

ভোপাল, ১৬ জুলাই: ''ডিগ্রি খুব বেশি সাহায্য করবে না, একটি পাংচারের দোকান খুলুন' যাতে আপনি জীবিকা অর্জন করতে পারেন', একটি শিক্ষা বিষয়ক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এই মন্তব্য করে বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের গুনার বিজেপি বিধায়ক পান্না লাল শাক্য। রবিবার প্রধানমন্ত্রী কলেজ অফ এক্সিলেন্সের উদ্বোধনে আমন্ত্রিত ছিলেন বিজেপি বিধায়ক শাক্য। সেখানেই সভায় উপস্থিত অতিথিদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। বিধায়কের বক্তব্যের ভিডিয়ো রেকর্ডিং করা হয়েছে। সেই ভিডিয়ো সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।

জানা গেছে, রবিবার গুনায় প্রধানমন্ত্রী কলেজ অফ এক্সিলেন্সে ফিতে কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জ্বালানিমন্ত্রী প্রদ্যুমন সিং তোমর। ওই অনুষ্ঠানেই বিধায়ক পান্না লাল শাক্য দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে বক্তব্য রাখেন। শাক্য তার ভাষণে বলেন, প্রতিষ্ঠানগুলো কম্প্রেসার হাউসের মতো কাজ করে,  যেখানে আপনার ডিগ্রী অনুযায়ী বাতাস আপনার মধ্যে ভরে দেওয়া হয়, তারপর সার্টিফিকেট দিয়ে বিদায় করা হয়, এগুলি প্রকৃত শিক্ষা প্রতিষ্ঠান নয়। শাক্য বলেন, যারা আড়াই অক্ষর পড়তে পারে, তারাই মনে করছে পণ্ডিত হয়ে গেছে। এইভাবে বিশেষজ্ঞ তৈরি করা হচ্ছে? শাক্য, নালন্দা বিশ্ববিদ্যালয়ে শতাব্দী প্রাচীন তুর্কি আক্রমণের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, নালন্দা বিশ্ববিদ্যালয় একটি ঐতিহ্যে নাম। ১২ হাজার শিক্ষার্থী মিলে ১১ জন হানাদারের হাত থেকে বিশ্ববিদ্যালয়কে রক্ষা করতে পারেনি।

বিশ্ববিদ্যালয়ে ১৮ হাজার শিক্ষার্থী, ১২ হাজার শিক্ষক, ১২০০ অধ্যক্ষ ছিলেন। এটি সম্পূর্ণরূপে শুধুমাত্র মানুষ দ্বারা পুড়িয়ে ধবংস্তূপে পরিণত করা হয়, আর সেই ১২,০০০ ছাত্ররা শুধু ভাবতে থাকে যে তারা একা কি করতে পারে! এভাবেই ভারতের অবিশ্বাস্য জ্ঞান শেষ হয়ে গেল। আমরা কি এই শিক্ষা গ্রহণ করছি?" বিধায়ক শিক্ষার্থীদের উদ্দেশে উপদেশ দিয়ে বলেন, আমরা প্রকৃতির আশীর্বাদ পেয়েছি তা রক্ষা করার জন্য,  প্রথমত, পাঁচটি উপাদানকে বাঁচানোর চেষ্টা করতে হবে, যেগুলি থেকে আমাদের শরীর তৈরি হয়েছে তা হল জল, বায়ু, আগুন, আকাশ, পৃথিবী। আজ সারা ভারত পরিবেশ নিয়ে উদ্বিগ্ন, জলের অভাব বাড়ছে। বাড়ছে দূষণ। কিন্তু কেউ এই সমস্যার সমাধান করতে কেউ প্রস্তুত নয়। শাক্য বলেন, পরিবেশ বাঁচাতে শুধু গাছ লাগানোই যথেষ্ট নয়, তার পরিচর্যা করুন। পরিবেশ বাঁচাতে অন্তত একে একজন মানুষের উচ্চতায় বাড়ান। 

Leave a comment