পুবের কলম ওয়েবডেস্কঃ গত শনিবার তৃণমূলে যোগ দিয়ে রাজনীতিতে নিজের সেকেন্ড ইনিংস শুরু করেছেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়।
গতকাল রবিবার সাংবাদিক সন্মেলন করার পর আজ সোমবার নবান্নে গিয়ে নির্ধারিত সূচি মেনে দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন বাবুল সুপ্রিয়।
এইদিন দুপুরের পর নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাবুল। দুজনের মধ্যে প্রায় আধঘণ্টার কাছাকাছি কথা হয়।
নবান্ন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুল বলেন “আমি আজ খুশি। দিদির ভালবাসা, উষ্ণ অভ্যর্থনায় আমি আপ্লুত। মন খুলে কাজ করতে পারব।” বাবুল বলেন দিদি এবং অভিষেক যে দায়িত্ব দেবেন তাই পালন করার চেষ্টা করবেন।
বাবুল আরও বলেন ‘ মন খুলে গানও গাইতে পারব। দিদি যে গান গাইতে বলবেন, সেই গান গাইব।” অন্য জায়গা থেকেও এসেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তাকে আপন করে নিয়েছেন সেই কৃতজ্ঞতার সুর প্রছন্ন ছিল বাবুলের কথায়।