কলকাতাTuesday, 14 September 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন পত্র বাতিলের দাবি জানিয়ে কমিশনে চিঠি বিজেপির

mtik
September 14, 2021 3:23 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্কঃ মঙ্গলবার ভবানীপুরের বিজেপি  প্রার্থী  প্রিয়াঙ্কা  টিবরেওয়ালের নির্বাচনী এজেন্ট তৃণমূল প্রার্থী  মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন  বাতিলের দাবি জানিয়ে  চিঠি দিলেন  কমিশনকে। অভিযোগপত্রে দাবি  করা হয়েছে।

একাধিক  থানায়  মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে  অভিযোগ  থাকলেও  তিনি  তা নির্বাচনী হলফনামায়  প্রকাশ  করেননি।

উল্লেখ্য, গতকাল  ১৩ সেপ্টেম্বর  ছিল  মনোনয়ন  পেশের শেষ  দিন।  অবশ্য  তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়  তার আগেই  আলিপুর সার্ভে বিল্ডিংয়ে  তাঁর  মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

রাজ্য বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়  যখন  নন্দীগ্রামে প্রার্থী  হন  তখনও  বিজেপি প্রার্থী  হিসেবে  একই অভিযোগ  তোলেন শুভেন্দু অধিকারী।  অবশ্য  নির্বাচন কমিশনে খারিজ হয়ে যায়  সেই  আবেদন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একটি সিবিআই মামলা ও অসমের ৫টি মামলা মিলিয়ে মোট ছ’টি মামলা আছে। পরে জানা যায়, শুভেন্দু যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলার কথা বলছেন, সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী নন। অন্য মমতা। স্বাভাবিক ভাবেই সেই  অভিযোগ  ধোপে টেকেনি।

জানা যাচ্ছে  এবারের অভিযোগ  পত্রে  সিবিআইয়ের  মামলার  কথা উল্লেখ  না থাকলেও  অসমের পাঁচটি  মামলার  কথা উল্লেখ  রয়েছে।