শুভেন্দুর বিরুদ্ধে সরব মদন

- আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার
- / 8
পুবের কলম প্রতিবেদক: গত বুধবারই ইডি দফতর থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নারদকাণ্ডে শুভেন্দুকে কেনো গ্রেফতার করা হবে না? প্রশ্ন তোলেন অভিষেক। বৃহস্পতিবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সুরেই সুর মেলালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনিও নারদকাণ্ড নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে সরব হয়ে বলেন, ‘শুভেন্দুকে দিয়েই আবার শুরু হোক। আমাদের তো ডেকেছে। হাজত বাস করেছি। আদালতে এখনও যেতে হয়। শুভেন্দুর কিছু হবে না কেন?’ একইসঙ্গে মদন প্রশ্ন তোলেন, ‘ভিডিয়োতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারী টাকা নিয়েছেন। তারপরও না চার্জশিট, না গ্রেফতার’।
বুধবার সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে নারদকাণ্ডে সকলকে গ্রেফতার করার দাবি তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এপ্রসঙ্গে বিধায়ক মদন মিত্র বলেন, ‘বাপের ব্যাটা। মমতার মতোই প্রতিবাদী চরিত্র। ঠিকই তো বলেছে’। নারদ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি, ববি, শোভন গ্রেফতার হয়েছি। সুব্রত মুখোপাধ্যায়, সুলতান আহমেদ মরেই গেলেন। এই সব এজেন্সিদের অত্যাচারে একটা একটা করে লোক মরে যাচ্ছে’।