পুবের কলম ওয়েবডেস্কঃ ছোট্ট ছুটিতে যাদের গন্তব্য দীঘা তাদের জন্য সুখবর। আগামীকাল মঙ্গলবার থেকে চালু হতে চলেছে হাওড়া-দীঘা ট্রেন পরিষেবা।
পর্যটকদের জন্য এই সুখবর শুনিয়েছেন দদক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার থেকে চালু হবে হাওড়া – দিঘা স্পেশ্যাল ট্রেন। পুজোর আগে রেল পরিষেবা শুরু হওয়ায় খুশি স্থানীয় হোটেলমালিক ও ব্যবসায়ীরা।
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে ফের ছন্দে ফিরছে পর্যটন। সামনেই পুজো তাই দদক্ষিণ-পূর্ব রেলের এই সিদ্ধান্তে খুশি পর্যটকরাও।
দক্ষিণপূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে চলবে হাওড়া দিঘা বিশেষ ট্রেন। তাম্রলিপ্ত এক্সপ্রেসের সময়সূচি মেনে চলবে ট্রেনটি। হওড়া থেকে ছাড়বে সকাল ৬.৪০ মিনিটে। দিঘা পৌঁছবে ১০.১৫ মিনিটে। ফিরতি ট্রেন সকাল ১০.৩৫ মিনিটে, যা হাওড়ায় পৌঁছবে বেলা ২.৩০ মিনিটে।