উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : মঙ্গলবার ছিলো বাইশে শ্রাবণ। কবিগুরুর মৃত্যু দিন।আর এই দিনটিকে যতাযত ভাবে পালন করা হলো বারুইপুর মহকুমা তথ্য সংস্কৃতিক দফতরে। “ফুরায় যা তা ফুরায় শুধু চোখে/ অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে।
“মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় কবিগুরুর প্রয়াণবার্ষিকী উপলক্ষ্যে ‘স্মরণ : বাইশে শ্রাবণ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর মহকুমা শাসক সুমন পোদ্দার, মহকুমা তথ্য সংস্কৃতিক আধিকারিক শুভম চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। নৃত্য, গীতি আলেখ্য, সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে কবিগুরুর প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়।