পুবের কলম, ওয়েবডেস্ক: আর্টিফিশিয়াল ইনটিলিজেন্সের সাহায্যে খোঁজ মিলল নতুন গ্রহাণুর। মহাকাশ বিজ্ঞানীরা এআই-এর সাহায্য নিয়ে ৬০০ ফুটের একটি গ্রহাণুর খোঁজ পেয়েছে। বিজ্ঞানীরা এর নাম রেখেছে ‘২০২২ জিএন-১’ (2022 GN1)। এই অ্যাস্টরয়েড খোঁজার ক্ষেত্রে হেলিও লিঙ্ক ৩ডি নামের এক এআই অ্যালগোরিদমের সাহায্য নিয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
আন্তজার্তিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এটি খুবই ক্ষুদ্র গ্রহাণু। ছোট হলেও এটি পৃর্থিবীর জন্য ভয়ংকর হতে পারে। গ্রহাণুটি ২০২২ সালের সেপ্টেম্বরে পৃর্থিবীর গা ঘেঁষে ৭২ লক্ষ কিলোমিটার দূর দিয়ে চলে গিয়েছিল। সেই সময় বিষয়টি কারো নজরে আসেনি। হেলিও লিঙ্ক ৩ডি এআই প্রথম তথ্যটি সামনে এনেছে।
ন্যাশনাল ওয়ার্ল্ড রিপোর্ট বলছে, এই ধরনের গ্রহাণু পৃথিবীর সুরক্ষার জন্য বিপজ্জনক। যার ব্যাস কমপক্ষে ৪৬০ ফুট। গ্রহের চারপাশে আরও অনেক বিপজ্জনক গ্রহাণু লুকিয়ে থাকতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যার সম্পর্কে বিজ্ঞানীদের কাছে কোনও তথ্য নেই। মহাকাশে এমন অনেক অ্যাস্টরয়েড রয়েছে যেগুলি বিভিন্ন সময়ে পৃথিবীর একেবারে গা ঘেঁষে যায়। তবে সবগুলিই পৃথিবীর জন্য হুমকিস্বরূপ নয়।