রমিত বন্দ্যোপাধ্যায়: গল্প, শ্রুতিনাটক, কবিতাপাঠ এবং আবৃত্তি মাধ্যমে সংস্কৃতি প্রেমীদের এক অনাবিল সন্ধ্যা উপহার দিল বিশ্ববঙ্গ বাচিক পরিষদ।
সংস্কৃতিই পারে মানুষের জাত ,ধর্ম , কর্ম নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করতে। এই অনুষ্ঠানের বিশেষ দৃষ্টান্ত হিসেবে সুযোগ করে দেওয়া হয় কিছু প্রান্তিক জনগোষ্ঠীর ছেলে-মেয়েদের।
বিশিষ্ট সমাজসেবী ও বাচিকশিপ্লী মহাশ্বেতা মুখার্জী তার নিজরোচিত একটি ছোট গল্প পাঠের মাধ্যমে ওই বিশেষ পরিবেশনের সূত্রধরের কাজ করেন।”আমরা পদাতিক” নামক এক সংগঠনের সঙ্গে ঐক্যবদ্ধ প্রচেষ্টা ওই শিশুদের গল্পপাঠ এবং কবিতাপাঠ এর প্রশিক্ষণ দেন সংলাপ কণ্ঠচর্চা নামক এক ১২ বছরের সাংস্কৃতিক সংগঠন।
তাদের প্রয়াসের সার্থকতা পেলো পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি ,জীবনানন্দ সভাঘরে। সংলাপের কর্ণধার শুভাশিস ঘোষ ঠাকুর ও আত্রেয়ী ঘোষ ঠাকুর, আরো বেশ কিছু সমাজসেবামূলক সাংস্কৃতিক কর্মকান্ডের প্রচেষ্টা করবেন বলে জানালেন।