পুবের কলম ওয়েবডেস্কঃ ভবানীপুর সহ রাজ্যের তিন কেন্দ্রের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন সাংসদ তথা রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।সংবাদমাধ্যমের কাছে তাঁর দাবি প্রভাবিত হয়েই এই কমিশন এই দিন ঘোষণা করেছে।
রাজ্য বিজেপি সভাপতির দাবি “এই মুহুর্তে রাজ্যে উপনির্বাচনের পরিবেশ নেই। নির্বাচন কমিশন কারও দ্বারা প্রভাবিত হয়ে ভোট ঘোষণা করেছে”
অন্যদিকে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন এবার নির্বাচন কমিশনকে রাজ্যে অবাধে প্রচার এবং সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।
বিজেপি কমিশনের সিন্ধান্তের বিরোধীতা করলেও বামেরা কিন্তু এই সিন্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সিপিরম নেতা সুজন চক্রবর্তী বলেছেন ” আমরাও চেয়েছিলাম সময়মতো উপনির্বাচন হোক। এই রাজ্যে সময়মত উপনির্বাচন হওয়া রেওয়াজ।
অন্যদিকে কমিশনের সিন্ধান্তকে স্বাগত জানিয়ে তৃণমূল নেতা সৌগত রায় বলেছেন রাজ্যের যে চার কেন্দ্রে উপনির্বাচন বাকি থেকে গেল সেগুলিতেও দ্রুত নির্বাচন করতে হবে।