মণিপুরে মধ্যযুগীয় বর্বরতার ঘটনায় সরব বলিউড, সোচ্চার অক্ষয় কুমার, কিয়ারা থেকে সোনু সুদ

- আপডেট : ২০ জুলাই ২০২৩, বৃহস্পতিবার
- / 13
পুবের কলম, ওয়েবডেস্ক: মণিপুরের দুই কুকি সম্প্রদায়ের মহিলাকে গণধর্ষণের পর তাদের উলঙ্গ করে প্যারেড করানো হল। সরব গোটা দেশ। রাজনৈতিক মহল থেকে সেলেব দুনিয়া এই ঘটনায় জোড়ালো প্রতিবাদ জানিয়ে সরব হয়েছে। সোচ্চার হয়েছেন বলি তারকা অক্ষয় কুমার, কিয়ারা আদবানি সহ একাদিক অভিনেতারা। ‘মণিপুর ভায়োলেন্স’ হ্যাস ট্যাগ দিয়ে, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান তারা।
ঘটনার প্রতিক্রিয়ায় অক্ষয় কুমার ট্যুইট করে বলেন, ‘মণিপুরে নারী নির্যাতনের ঘটনায় মর্মাহত ও উদ্বিগ্ন। আমি আশা করব যে দোষীরা যাতে এমন শাস্তি পায় যে আর কখনও কেউ এমন ঘৃণ্য কাজ করার কথা ভাববেও না।’ কিয়ারা আদানি বলেন, ‘মণিপুরে নারীর প্রতি সহিংসতার ভিডিওটি ভয়াবহ। আমাকে মনকে নাড়া দিয়েছে। আমি প্রার্থনা করি নির্যাতিতারা যেন দ্রুত বিচার পায়। দোষীদের ব্যক্তিদের তাদের প্রাপ্য সবচেয়ে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।সোনু সুদ ও রেণুকা সাহানি এই ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতা বলে নিন্দা করেছেন। রেণুকা লেখেন, ‘মণিপুরে নৃশংসতা থামানোর কি কেউ নেই? দু’জন মহিলার সেই এই ধরনের ভিডিও দেখে যদি আপনি নাড়া না দেন, তাহলে কি নিজেকে মানুষ বলা ঠিক হবে।’
উল্লেখ্য, বিগত প্রায় দুই মাস ধরে দুটি উপজাতির মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত মণিপুর। মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। আহত বহু। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনা নিয়ে বৈঠক করেছেন। কিন্তু পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আশ্চর্যজনকভাবে চুপ থাকতে দেখা গেছে। এই আজ প্রথম মণিপুরে মধ্যযুগীয় বর্বরতা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
.