৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বর্লার বাড়ির সামনে ডিজে বাজিয়ে তৃণমূলের বিজয় উল্লাস

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ জুলাই ২০২৩, শনিবার
  • / 9

শুভজিৎ দেবনাথ, বানারহাট:  কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বর্লার বাড়ির সামনে ডিজে বাজিয়ে খেলা হবে গানে উদাম নাচ তৃণমূলের বিজয় উল্লাস। পাল্টা মন্ত্রীর বাড়ি থেকেও ‘গাড়িওয়ালা আয়া ঘরসে কাচরা নিকাল’ গান দিয়েই গানের লড়াই চললো লক্ষ্মীপাড়া চা বাগানের মন্ত্রীর বাড়ির সামনে।

বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার বাড়ির সামনে ডিজে বাজিয়ে মিছিল বিজয় উল্লাস তৃণমূলের। মন্ত্রী বাড়িতে না থাকলেও দোতালা থেকে মিছিল দেখলেন মন্ত্রী পরিবারের সদস্যরা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন বার্লার লক্ষীপাড়া এলাকার নির্বাচিত ৫ তৃনমূল প্রার্থীকে নিয়ে শনিবার বিকেলে বিজয় মিছিল বের করে তৃণমূল। ডিজে বাজিয়ে সবুজ আবির খেলা হয়। বিজয় উল্লাসে নেতৃত্ব দেন আই এন টিটি ইউ সির জেলা সভাপতি  রাজেশ লাকরা। উপস্থিত ছিলেন, বানারহাটের তৃনমূলের ব্লক সভাপতি সাগর গুরুং সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব।

২০১১ সালের পড় থেকে চা বাগান বরাবর বিজেপির শক্তি গড় বলেই পরিচিত ছিলো। তবে এবার পঞ্চায়েত নির্বাচনে খোদ কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির এলাকায় সবকটি আসনেই তৃণমূল প্রার্থীরা জেতায় রীতিমতো উৎফুল্ল তৃনমুল নেতৃত্ব। তাই এদিন হাজার হাজার চা শ্রমিকদের সঙ্গে নিয়ে লক্ষ্মীপাড়া চা বাগানে বিজয় মিছিল করা হয়। মিছিলটি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলার বাড়ির সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বর্লার বাড়ির সামনে ডিজে বাজিয়ে তৃণমূলের বিজয় উল্লাস

আপডেট : ১৫ জুলাই ২০২৩, শনিবার

শুভজিৎ দেবনাথ, বানারহাট:  কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বর্লার বাড়ির সামনে ডিজে বাজিয়ে খেলা হবে গানে উদাম নাচ তৃণমূলের বিজয় উল্লাস। পাল্টা মন্ত্রীর বাড়ি থেকেও ‘গাড়িওয়ালা আয়া ঘরসে কাচরা নিকাল’ গান দিয়েই গানের লড়াই চললো লক্ষ্মীপাড়া চা বাগানের মন্ত্রীর বাড়ির সামনে।

বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার বাড়ির সামনে ডিজে বাজিয়ে মিছিল বিজয় উল্লাস তৃণমূলের। মন্ত্রী বাড়িতে না থাকলেও দোতালা থেকে মিছিল দেখলেন মন্ত্রী পরিবারের সদস্যরা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন বার্লার লক্ষীপাড়া এলাকার নির্বাচিত ৫ তৃনমূল প্রার্থীকে নিয়ে শনিবার বিকেলে বিজয় মিছিল বের করে তৃণমূল। ডিজে বাজিয়ে সবুজ আবির খেলা হয়। বিজয় উল্লাসে নেতৃত্ব দেন আই এন টিটি ইউ সির জেলা সভাপতি  রাজেশ লাকরা। উপস্থিত ছিলেন, বানারহাটের তৃনমূলের ব্লক সভাপতি সাগর গুরুং সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব।

২০১১ সালের পড় থেকে চা বাগান বরাবর বিজেপির শক্তি গড় বলেই পরিচিত ছিলো। তবে এবার পঞ্চায়েত নির্বাচনে খোদ কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির এলাকায় সবকটি আসনেই তৃণমূল প্রার্থীরা জেতায় রীতিমতো উৎফুল্ল তৃনমুল নেতৃত্ব। তাই এদিন হাজার হাজার চা শ্রমিকদের সঙ্গে নিয়ে লক্ষ্মীপাড়া চা বাগানে বিজয় মিছিল করা হয়। মিছিলটি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলার বাড়ির সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়।