পুবের কলম, ওয়েবডেস্ক: বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল অশোক পণ্ডিত প্রযোজিত বলিউডের ছবি ‘৭২ হুরাইন’। মুক্তির পর থেকে ষষ্ঠ দিনে ১২ জুলাই পর্যন্ত এই ছবি আয় করেছে ৪০ লক্ষ। ‘৭২ হুরাইন’ বক্স অফিসে আর নিজের পসার জমাতে পারবে না, বলেই ধারণা বিশেষজ্ঞদের।
খুব শীঘ্রই এই ছবিটিকে প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে নেওয়া হতে পারে। মুক্তির ৬ দিনের মাথায় বাজার জমাতে পারল না অশোক পণ্ডিত প্রযোজিত এই ছবি। ছবিটির বিরুদ্ধে একটি সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ ওঠে।
সঞ্জয় পূরাণ সিং পরিচালিত ও অশোক পণ্ডিত প্রযোজিত ‘৭২ হুরাইন’ গত ৭ জুলাই ট্রেলার ছাড়াই প্রেক্ষাগৃহে মুক্তি পায়। পবন মালহোত্রা এবং আমির বশির অভিনীত ছবিটি মুক্তির পর থেকেই একাধিক মিশ্র প্রতিক্রিয়া সহ বিতর্কের মুখে পড়ে।
‘৭২ হুরাইন’ ছবির গল্প অনুযায়ী, কুমারী মেয়েদের কাল্পনিক ধারণা মাথায় ঢুকিয়েই মগজধোলাই করা হয় জঙ্গিদের।
উল্লেখ্য, ‘দ্য কাশ্মীর ফাইলস’ তারপর ‘দ্য কেরালা স্টোরি’, পরপর দুটি ছবি বলিউডকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। বিতর্কে একে অন্যকে টেক্কা দেওয়া দুটি ছবিই বক্স অফিসে ভালো ব্যবসা করলেও টিকতে পারল না ‘৭২ হুরাইন’।
C