রক্তিমা দাস, কলকাতাঃ শহরের পরিবেশ রক্ষার্থে নয়া উদ্যোগ কলকাতা পুরসভার। নিয়োগ করা হল পরিবেশবিদ। যা কলকাতা পুরসভার ইতিহাসে এই প্রথম। ১৮৭৬ সালে প্রতিষ্ঠা হয়েছিল কলকাতা পুরসভা। এরপর যতদিন গেছে শহরবাসীর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে যানবাহনের সংখ্যা। যার ফলে প্রতিনিয়ত দূষিত হচ্ছে শহর। দূষণ রোধ করতে প্রয়োজন পরিবেশবিদদের পরামর্শ। পুরসভার একটি পরিবেশ বিভাগ রয়েছে– তবে এতদিন পর্যন্ত ছিল পরিবেশবিদ শূন্য। এবার সেই শূন্যস্থান পূরণ করতে চলেছে কলকাতা পুরসভা। এমনটাই জানান কলকাতা পুরসভার পরিবেশ বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মন্ডলীর সদস্য স্বপন সমাদ্দার।
সূত্রের খবর, মোট ১০ জন পরিবেশবিদ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।