পুবের কলম প্রতিবেদক: কলকাতায় রোড সেফটি উইক প্রোগ্রামের শুভ সূচনা করলেন কলকাতার নগরপাল সৌমেন মিত্র। মঙ্গলবার রাস্তায় গাড়ি চালানোর সময় যে যে বিষয়গুলি খেয়াল রাখা উচিৎ যেমন হেলমেট পরা– হাতে গ্লাভস পরা– সিগন্যাল মেনে গাড়ি চালানো ইত্যাদি বিষয়ে সতর্ক করে এক সপ্তাহব্যাপী কলকাতা পুলিশের এই বিশেষ কর্মসূচীর উদ্বোধন করেন নগরপাল।
মেটিয়াবুরুজ থেকে এই কর্মসূচীর উদ্বোধন হলেও গোটা শহর জুড়ে বিভিন্ন জায়গায় মঞ্চ তৈরি করে রাস্তায় সতর্কতা বজায় রেখে চলাফেরা করার বিষয়টি স্মরণ করানো হয় শহরের বাসিন্দাদের।
এই কর্মসূচী উপলক্ষে এদিন গোটা শহরে সাদা পোশাক পরিহিত কলকাতা পুলিশের একাধিক কর্মীকে চিরাচরিত লাল বাইক নিয়ে দলবদ্ধভাবে টহল দিতে দেখা যায়।