৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চায়েত ভোটে নির্দল হয়ে দাঁড়ানোয় ৫৬ জনকে সাসপেন্ড তৃণমূলের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ জুন ২০২৩, শনিবার
  • / 7

পুবের কলম প্রতিবেদক: পঞ্চায়েত ভোটে দলের নির্দেশ না মেনে যারা কাজ করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার দলীয় নির্দেশ উপেক্ষা করে নিজেরা নির্দল হয়ে ভোটে দাঁড়ানোয় ৫৬ জন নেতা কর্মীকে সাসপেন্ড করল জোড়াফুল শিবির। দলবিরোধী কাজের অভিযোগে তাঁদেরকে সাসপেন্ড করা হয়েছে।

তৃণমূল সূত্রে খবর, পঞ্চায়েত ভোটে দলের প্রার্থীকে না মেনে নিজেরা নির্দলে ভোটে দাঁড়ানোয় এখনও পর্যন্ত রাজ্যজুড়ে ৫৬ জন নেতা কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। এই ৫৬ জনের মধ্যে নদিয়া জেলার রয়েছে ২১ জন। দক্ষিণ দিনাজপুর জেলার রয়েছে ১৭ জন এবং মুর্শিদাবাদ জেলার রয়েছে ১০ জন। বাকিরা রাজ্যের বিভিন্ন জেলার।

তৃণমূল সূত্রের খবর, দলীয় নির্দেশ অমান্য করায় সাসপেন্ড করা শুরু হয়েছে, পঞ্চায়েত ভোটের প্রাক্কালে সাসপেন্ড হওয়া নেতা কর্মীর সংখ্যা আরও বাড়বে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, এর আগে দলের নিয়ম শৃঙ্খলার তোয়াক্কা না করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে যারা নির্দল প্রার্থী দিয়েছেন তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ১৬ জুন নামখানায় ইন্দিরা ময়দানে তৃণমূলে নবজোয়ার যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড বলেন, ‘কোথাও কোথাও নির্দল হয়ে যদি দাঁড়িয়ে থাকে, তাদের উদ্দেশ্য নিয়ে বলছি, যারা বেইমানি করছে তাদের দলে নেওয়া হবে না৷ দলের শৃঙ্খলার উপরে আপনিও নন, আমিও নই।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পঞ্চায়েত ভোটে নির্দল হয়ে দাঁড়ানোয় ৫৬ জনকে সাসপেন্ড তৃণমূলের

আপডেট : ২৪ জুন ২০২৩, শনিবার

পুবের কলম প্রতিবেদক: পঞ্চায়েত ভোটে দলের নির্দেশ না মেনে যারা কাজ করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার দলীয় নির্দেশ উপেক্ষা করে নিজেরা নির্দল হয়ে ভোটে দাঁড়ানোয় ৫৬ জন নেতা কর্মীকে সাসপেন্ড করল জোড়াফুল শিবির। দলবিরোধী কাজের অভিযোগে তাঁদেরকে সাসপেন্ড করা হয়েছে।

তৃণমূল সূত্রে খবর, পঞ্চায়েত ভোটে দলের প্রার্থীকে না মেনে নিজেরা নির্দলে ভোটে দাঁড়ানোয় এখনও পর্যন্ত রাজ্যজুড়ে ৫৬ জন নেতা কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। এই ৫৬ জনের মধ্যে নদিয়া জেলার রয়েছে ২১ জন। দক্ষিণ দিনাজপুর জেলার রয়েছে ১৭ জন এবং মুর্শিদাবাদ জেলার রয়েছে ১০ জন। বাকিরা রাজ্যের বিভিন্ন জেলার।

তৃণমূল সূত্রের খবর, দলীয় নির্দেশ অমান্য করায় সাসপেন্ড করা শুরু হয়েছে, পঞ্চায়েত ভোটের প্রাক্কালে সাসপেন্ড হওয়া নেতা কর্মীর সংখ্যা আরও বাড়বে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, এর আগে দলের নিয়ম শৃঙ্খলার তোয়াক্কা না করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে যারা নির্দল প্রার্থী দিয়েছেন তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ১৬ জুন নামখানায় ইন্দিরা ময়দানে তৃণমূলে নবজোয়ার যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড বলেন, ‘কোথাও কোথাও নির্দল হয়ে যদি দাঁড়িয়ে থাকে, তাদের উদ্দেশ্য নিয়ে বলছি, যারা বেইমানি করছে তাদের দলে নেওয়া হবে না৷ দলের শৃঙ্খলার উপরে আপনিও নন, আমিও নই।’