৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

‘পঞ্চায়েত ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী চাওয়া কমিশনের কাজ নয়’,  সুপ্রিম কোর্টে কমিশন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৯ জুন ২০২৩, সোমবার
  • / 15

পারিজাত মোল্লা:   সোমবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে উঠে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্যসরকারের দাখিল মামলা। এদিন সুপ্রিম কোর্ট কে কমিশন জানায় -‘পঞ্চায়েত ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী চাওয়ার কাজ কমিশনের নয়।

আজ অর্থাৎ মঙ্গলবার এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে। সোমবার কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করল রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার।

সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও এম সুন্দরেশের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়,-  ‘বাহিনী চাওয়ার কাজ আমাদের নয়,  তা রাজ্যের। কমিশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারে। কমিশন নিজেই ঠিক করে কীভাবে বাহিনী মোতায়েন করা হবে। দুদিনে কীভাবে সেই হিসেব হবে ?”

এই প্রশ্ন শুনে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য নির্বাচন কমিশন কে জানায়, “তাহলে বাহিনী রাজ্যকে দিতে বলুন । আপনার তাহলে বাহিনী নিয়ে আপত্তি নেই। সময় বাড়াতে আর্জি করুন আদালতে ।” তবে, রাজ্য নির্বাচন কমিশন নিরাপত্তা নিয়ে তাদের এক্তিয়ারের প্রশ্ন তুলে ধরে সুপ্রিম কোর্টে।

জানা গিয়েছে,  আজ অর্থাৎ মঙ্গলবার এই মামলার শুনানি হবে।

প্রসঙ্গত,  গত ১৩ জুন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের সাতটি স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিল। তবে মনোনয়ন পর্বে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয় । এরপরই বিরোধী রাজনৈতিক দলগুলির মামলার ভিত্তিতে  এবং রাজ্য নির্বাচন কমিশনের স্পর্শকাতর এলাকার তালিকা না থাকায় গত ১৫ জুন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেন যে, -‘পঞ্চায়েত নির্বাচনের সময় রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে’ ।  কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ -‘ রাজ্যের  জনজীবনে ক্ষয়ক্ষতির পরিমাণ যাতে আরও না বৃদ্ধি পায়, সেই জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে ‘।

এর পাশাপাশি দুদিনের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে কেন্দ্রের থেকে বাহিনী চেয়ে নিতে নির্দেশ দেওয়া হয় ।এরেই মাঝে গত শনিবার সুপ্রিম কোর্টে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করা নিয়ে দ্বারস্থ হয়।আজ অর্থাৎ মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘পঞ্চায়েত ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী চাওয়া কমিশনের কাজ নয়’,  সুপ্রিম কোর্টে কমিশন

আপডেট : ১৯ জুন ২০২৩, সোমবার

পারিজাত মোল্লা:   সোমবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে উঠে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্যসরকারের দাখিল মামলা। এদিন সুপ্রিম কোর্ট কে কমিশন জানায় -‘পঞ্চায়েত ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী চাওয়ার কাজ কমিশনের নয়।

আজ অর্থাৎ মঙ্গলবার এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে। সোমবার কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করল রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার।

সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও এম সুন্দরেশের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়,-  ‘বাহিনী চাওয়ার কাজ আমাদের নয়,  তা রাজ্যের। কমিশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারে। কমিশন নিজেই ঠিক করে কীভাবে বাহিনী মোতায়েন করা হবে। দুদিনে কীভাবে সেই হিসেব হবে ?”

এই প্রশ্ন শুনে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য নির্বাচন কমিশন কে জানায়, “তাহলে বাহিনী রাজ্যকে দিতে বলুন । আপনার তাহলে বাহিনী নিয়ে আপত্তি নেই। সময় বাড়াতে আর্জি করুন আদালতে ।” তবে, রাজ্য নির্বাচন কমিশন নিরাপত্তা নিয়ে তাদের এক্তিয়ারের প্রশ্ন তুলে ধরে সুপ্রিম কোর্টে।

জানা গিয়েছে,  আজ অর্থাৎ মঙ্গলবার এই মামলার শুনানি হবে।

প্রসঙ্গত,  গত ১৩ জুন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের সাতটি স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিল। তবে মনোনয়ন পর্বে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয় । এরপরই বিরোধী রাজনৈতিক দলগুলির মামলার ভিত্তিতে  এবং রাজ্য নির্বাচন কমিশনের স্পর্শকাতর এলাকার তালিকা না থাকায় গত ১৫ জুন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেন যে, -‘পঞ্চায়েত নির্বাচনের সময় রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে’ ।  কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ -‘ রাজ্যের  জনজীবনে ক্ষয়ক্ষতির পরিমাণ যাতে আরও না বৃদ্ধি পায়, সেই জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে ‘।

এর পাশাপাশি দুদিনের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে কেন্দ্রের থেকে বাহিনী চেয়ে নিতে নির্দেশ দেওয়া হয় ।এরেই মাঝে গত শনিবার সুপ্রিম কোর্টে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করা নিয়ে দ্বারস্থ হয়।আজ অর্থাৎ মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে।