পুবের কলম, ওয়েবডেস্ক: সমালোচনা সত্ত্বেও বক্স অফিসে বাজিমাৎ করল ‘আদিপুরুষ’। ওম রাউত পরিচালিত এই ছবি মুক্তির দিনেই ১৫০ কোটি পার করল। ১৬ জুন, শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’। বলা যায়, ‘আদিপুরুষ’, প্রত্যাশার চেয়ে অনেক ভালো আয় করেছে। হিন্দি সংস্করণের চেয়ে তেলেগু সংস্করণ বেশি আয় করেছে বলে খবর। হিন্দি সংস্করণে আদিপুরুষ আয় করেছে ৩৬-৩৮ কোটি, সেখানে গোটা দেশে অন্যান্য ভাষায় এই ছবির আয় ৯০ কোটি। ‘পাঠান’ ও ‘কেজিএফ-২’ এর পর দুর্দান্ত ওপেনিং আদিপুরুষের। ‘আদিপুরুষ’ অগ্রিম বুকিং থেকেই গ্রস কালেকশন অ্যাডভান্স হিসাবে প্রায় ৩০ কোটি টাকা সংগ্রহ করেছিল। আশা করা হয়েছিল যে ছবিটি ভারতে ৭৫ থেকে ৮০ কোটি টাকা আয় করবে। এই ছবিতে রাঘব চরিত্রে প্রভাস, জানকী চরিত্রে কৃতি স্যানন এবং রাবণ চরিত্রে সাইফ আলি খান অভিনয় করেছেন। মুক্তির আগে থেকেই এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছিল তুঙ্গে।
ভগবান হনুমানের সম্মানে, চলচ্চিত্র প্রদর্শনকারী প্রতিটি প্রেক্ষাগৃহে তাঁর নামে একটি আসন সংরক্ষিত করা হয়েছে। হায়দরাবাদে ভ্রমরাম্বা প্রেক্ষাগৃহে ‘আদিপুরুষ’ দেখতে গিয়ে এক দর্শক ‘বজরংবলী’র সংরক্ষিত আসনে বসে পড়েন। সেই ঘটনায় ‘বজরংবলী’ ভক্তদের কাছে মার খেতে হয় ওই দর্শককে। কোথাও আবার মাল্টিপ্লেক্সে সিনেমা চলাকালীন সেখানে বানর ঢুকে পড়ে।
প্রসঙ্গত, আদিপুরুষ মুক্তি পাওয়ার পর থেকেই ট্রোলের শিকার হল এই ছবি। এই ছবিতে চর্চায় এসেছে ভুল তথ্য ও খারাপ ভিএফএক্স (ভিজুয়্যাল এফেক্ট)। অভিযোগ উঠছে তথ্য বিকৃতিরও। গত ১৬ জুন দেশ জুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। তার পর থেকেই সমালোচক, নিন্দুকের চর্চার কেন্দ্রবিন্দুতে এই ছবি। চরিত্রদের চেহারা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। রাবণের ভূমিকায় সইফের সাজ মানাচ্ছে না থেকে শুরু করে প্রভাসের চেহারা রাম নয়, কর্ণের মতো— এ সব নিয়ে চলেছে সমালোচনা।
হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাতের প্রশ্ন তুলে ওম রাউত পরিচালিত রামায়ণ-আশ্রিত এই ছবির বিরুদ্ধে দিল্লির হাইকোর্টে পিটিশন দায়ের করেছে হিন্দু সেনার দল। সেই আবেদনে জনসমক্ষে এই ছবির প্রদর্শন বন্ধের দাবি জানানো হয়েছে।