৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

৪০০ গাড়ির কনভয় নিয়ে হাতের ‘হাত’ ধরলেন বিজেপি নেতা  

ইমামা খাতুন
  • আপডেট : ১৫ জুন ২০২৩, বৃহস্পতিবার
  • / 12

পুবের কলম,ওয়েবডেস্ক: ভোটমুখী মধ্যপ্রদেশে দলীয় খণ্ডন অব্যাহত। এবার পদ্ম শিবির ছেড়ে হাতের ‘হাত’ ধরলেন  বিজেপি নেতা বৈজনাথ সিংহ। বলাই বাহুল্য, ঘর ওয়াপসি হয়েছে তাঁর। মহা সমারহে এদিন নিজ গৃহে প্রত্যাবর্তন হয়েছে বৈজনাথ সিং।  ৪০০ গাড়ির কনভয় নিয়ে, তারস্বরে হুটার বাজিয়ে শিবপুরি থেকে ভোপাল আসেন তিনি। প্রায় ৩০০ কিলোমিটার পথ উজিয়ে পুনরায় কংগ্রেসে যোগ দিলেন বৈজনাথ।

জানা গেছে, ২০২০ সালে তদানীন্তন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে সম্মিলিত হয়ে বিজেপির হাত ধরেছিলেন বৈজনাথ। কং নেতাদের তদ্রূপ দল বদলে মধ্যেপ্রদেশে পতন হয় কমলনাথ সরকারের। ক্ষমতাসীন হয় বিজেপির শিবরাজ সিং চৌহান। পরে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী করা হলেও হাত খালি ছিল বৈজনাথের।

রাজনৈতিক বিশ্লেষক সূত্রে খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিট পাওয়ার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছিলেন বৈজনাথ। কিন্তু তিনি ইঙ্গিত পান তাঁর ভাগ্যে এবার শিকে ছিঁড়বে না। এরপরই স্বগৃহে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। আর ঘরে ফেরার এই কর্মসূচিতে কার্যত নিজের দাপট দেখাতে একেবারে ৪০০ গাড়ির কনভয় নিয়ে দীর্ঘ ৩০০ কিমি পথ পার হলেন বৈজনাথ সিং। এদিন তাঁর সঙ্গে গেরুয়া শিবির থেকে অন্তত ১৫ জন জেলা নেতৃত্ব কংগ্রেসে যোগ দিয়েছেন। বর্ষীয়ান কংগ্রেস নেতা কমল নাথ, দিগ্বিজয় সিং তাঁদের স্বাগত জানিয়েছেন। হাতে তুলে দিয়েছেন কংগ্রেসের দলীয় পতাকা।  এদিকে ৪০০ গাড়ির কনভয়ে পূর্ব দলে প্রত্যাবর্তনের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। পাশাপাশি রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে তীব্র আলোড়ন।

বৈজনাথ সিংয়ের ভিডিয়োকে হাতিয়ার করে কংগ্রেসের বিরুদ্ধে কোমর বেঁধে মাঠে নেমেছে গেরুয়া শিবির। বিজেপির প্রশ্ন, হুটার বাজিয়ে কনভয় ছোটানো কতটা আইনানুগ?  আদৌও কি  তাঁরা এই অনুমতি পেয়েছিলেন? এই সব আর কিছু নয়, কংগ্রেসের বুর্জোয়া সংস্কৃতির বহিঃপ্রকাশ মাত্র। পাল্টা জবাবে ‘হাত’ জানিয়েছে , ভোটমুখী রাজ্যে দলীয় কর্মীদের এহেন দলত্যাগে পায়ের মাটি সরে গেছে বিজেপির, তাই এমন অপলাপ করছে তাঁরা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৪০০ গাড়ির কনভয় নিয়ে হাতের ‘হাত’ ধরলেন বিজেপি নেতা  

আপডেট : ১৫ জুন ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: ভোটমুখী মধ্যপ্রদেশে দলীয় খণ্ডন অব্যাহত। এবার পদ্ম শিবির ছেড়ে হাতের ‘হাত’ ধরলেন  বিজেপি নেতা বৈজনাথ সিংহ। বলাই বাহুল্য, ঘর ওয়াপসি হয়েছে তাঁর। মহা সমারহে এদিন নিজ গৃহে প্রত্যাবর্তন হয়েছে বৈজনাথ সিং।  ৪০০ গাড়ির কনভয় নিয়ে, তারস্বরে হুটার বাজিয়ে শিবপুরি থেকে ভোপাল আসেন তিনি। প্রায় ৩০০ কিলোমিটার পথ উজিয়ে পুনরায় কংগ্রেসে যোগ দিলেন বৈজনাথ।

জানা গেছে, ২০২০ সালে তদানীন্তন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে সম্মিলিত হয়ে বিজেপির হাত ধরেছিলেন বৈজনাথ। কং নেতাদের তদ্রূপ দল বদলে মধ্যেপ্রদেশে পতন হয় কমলনাথ সরকারের। ক্ষমতাসীন হয় বিজেপির শিবরাজ সিং চৌহান। পরে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী করা হলেও হাত খালি ছিল বৈজনাথের।

রাজনৈতিক বিশ্লেষক সূত্রে খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিট পাওয়ার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছিলেন বৈজনাথ। কিন্তু তিনি ইঙ্গিত পান তাঁর ভাগ্যে এবার শিকে ছিঁড়বে না। এরপরই স্বগৃহে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। আর ঘরে ফেরার এই কর্মসূচিতে কার্যত নিজের দাপট দেখাতে একেবারে ৪০০ গাড়ির কনভয় নিয়ে দীর্ঘ ৩০০ কিমি পথ পার হলেন বৈজনাথ সিং। এদিন তাঁর সঙ্গে গেরুয়া শিবির থেকে অন্তত ১৫ জন জেলা নেতৃত্ব কংগ্রেসে যোগ দিয়েছেন। বর্ষীয়ান কংগ্রেস নেতা কমল নাথ, দিগ্বিজয় সিং তাঁদের স্বাগত জানিয়েছেন। হাতে তুলে দিয়েছেন কংগ্রেসের দলীয় পতাকা।  এদিকে ৪০০ গাড়ির কনভয়ে পূর্ব দলে প্রত্যাবর্তনের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। পাশাপাশি রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে তীব্র আলোড়ন।

বৈজনাথ সিংয়ের ভিডিয়োকে হাতিয়ার করে কংগ্রেসের বিরুদ্ধে কোমর বেঁধে মাঠে নেমেছে গেরুয়া শিবির। বিজেপির প্রশ্ন, হুটার বাজিয়ে কনভয় ছোটানো কতটা আইনানুগ?  আদৌও কি  তাঁরা এই অনুমতি পেয়েছিলেন? এই সব আর কিছু নয়, কংগ্রেসের বুর্জোয়া সংস্কৃতির বহিঃপ্রকাশ মাত্র। পাল্টা জবাবে ‘হাত’ জানিয়েছে , ভোটমুখী রাজ্যে দলীয় কর্মীদের এহেন দলত্যাগে পায়ের মাটি সরে গেছে বিজেপির, তাই এমন অপলাপ করছে তাঁরা।