পুবের কলম ওয়েবডেস্কঃ দরজায় কড়া নাড়ছে বাঙালির শ্রেষ্ঠ পার্বণ শারদোৎসব।প্রকৃতিও যেন সেই বার্তা দিচ্ছে। তবে এখনও বিদায় নেয়নি করোনা। তাই যাবতীয় কোভিড প্রটোকল মেনেই এবার আয়োজন হবে উৎসবের।
শারদ আনন্দে গা ভাসানোর প্রস্তুতি হিসেবে আজ রবিবার খুঁটিপুজো অনুষ্ঠিত হল। এইদিন খুঁটিপুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম, বিধায়ক মদন মিত্র,বিধায়ক দেবাশিস কুমার, বিশিষ্ট সমাজসেবী তথা পুজোর অন্যতম উদ্যোক্তা কার্তিক বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্ট জনেরা।
এইদিন নিজের বক্তব্যে ফিরহাদ হাকিম বলেন দুর্গাপুজো মিলনের উৎসব। এক মিলন তীর্থ, ধর্ম-বর্ণ নির্বিশেষে এখানে উৎসবে সামিল হন। সারাবছর ধরে মানুষ অপেক্ষায় কবে দুর্গাপুজো আসবে। তবে করোনা বিধই মেনেই যে উৎসবে সামিল হতে হবে সে কথা মনে করিয়ে দেন ফিরহাদ হাকিম। ৫৭ তম বছরে পা দিল ভবানীপুর ৭৫ পল্লীর পুজো।