৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ মে ২০২৩, বুধবার
  • / 9

পুবের কলম,ওয়েবডেস্ক:আগামী ২৭ মে দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সূত্র মারফৎ এমনটাই জানা গেছে।গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা। তাঁকে সমর্থন করার কথাও ঘোষণা করেন।

আর আজ,  বুধবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে নীতি আয়োগের বৈঠকে যোগ না দেওয়ার কথা জানিয়েছেন তিনি।আর এটা যদি সত্যি হয় তাহলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বড় সংঘাতের পথ প্রশস্ত হবে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এর আগে দলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী রবিবার সংসদের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানেও তৃণমূল অংশগ্রহণ করছে না। বিশ্বের সর্ববৃহৎ এই গণতন্ত্রের পীঠস্থানে নতুন সংসদ ভবন উদ্বোধন হচ্ছে অথচ সেখানে বাদ রাস্ট্রপতি।

যিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী। কেন তাঁকে বাদ দিয়ে সংসদ ভবনের উদ্বোধন হচ্ছে এই প্রশ্ন তুলেছে তৃণমূল। ঘটনার প্রতিবাদ জানিয়েছে তারা। দলের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তারা যাচ্ছে না। এর রেশ কাটতে না কাটতেই নীতি আয়োগের বৈঠকে মমতার যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিজেপির সঙ্গে তৃণমূলের রাজনৈতিক সংঘাত আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, আগামী ২৭মে অন্যান্য মুখ্যমন্ত্রীদের সঙ্গে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল মমতার।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা

আপডেট : ২৪ মে ২০২৩, বুধবার

পুবের কলম,ওয়েবডেস্ক:আগামী ২৭ মে দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সূত্র মারফৎ এমনটাই জানা গেছে।গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা। তাঁকে সমর্থন করার কথাও ঘোষণা করেন।

আর আজ,  বুধবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে নীতি আয়োগের বৈঠকে যোগ না দেওয়ার কথা জানিয়েছেন তিনি।আর এটা যদি সত্যি হয় তাহলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বড় সংঘাতের পথ প্রশস্ত হবে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এর আগে দলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী রবিবার সংসদের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানেও তৃণমূল অংশগ্রহণ করছে না। বিশ্বের সর্ববৃহৎ এই গণতন্ত্রের পীঠস্থানে নতুন সংসদ ভবন উদ্বোধন হচ্ছে অথচ সেখানে বাদ রাস্ট্রপতি।

যিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী। কেন তাঁকে বাদ দিয়ে সংসদ ভবনের উদ্বোধন হচ্ছে এই প্রশ্ন তুলেছে তৃণমূল। ঘটনার প্রতিবাদ জানিয়েছে তারা। দলের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তারা যাচ্ছে না। এর রেশ কাটতে না কাটতেই নীতি আয়োগের বৈঠকে মমতার যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিজেপির সঙ্গে তৃণমূলের রাজনৈতিক সংঘাত আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, আগামী ২৭মে অন্যান্য মুখ্যমন্ত্রীদের সঙ্গে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল মমতার।