বাগদান সারলেন আপ নেতা রাঘব চাড্ডা ও অভিনেত্রী পরিণীতি চোপড়া
ইমামা খাতুন
- আপডেট :
১৪ মে ২০২৩, রবিবার
- / 14

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রায় এক মাস ধরে শিরোনামে ছিল আপ নেতা রাঘব চাড্ডা ও অভিনেত্রী পরিণীতি চোপড়ার বাগদানের খবর। জল্পনা-কল্পনা শেষ করে ১৩ মে বাগদান পর্ব সারেন এই জুটি। নয়া দিল্লির কাপুরথালা হাউসে পরিবার, বন্ধুবান্ধব, এবং বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে দুজনে আংটি বিনিময় করেন। রুপকথার মতো বাগদানের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যা মন কেড়ে নিয়েছে অনুরাগীদের।
শনিবার রাতের অনুষ্ঠান ছিল তারকাখচিত। অতিথিদের তালিকায় ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী আরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবৎ মন, সহ আরও বিশিষ্ট রাজনীতিবিদরা। এছাড়াও উপস্থিত ছিলেন বলি অভিনেত্রী তথা পরিণীতির তুতো দিদি প্রিয়াঙ্কা চোপড়া সহ আরও বলি তারকারা।
অনুষ্ঠানপর্ব শেষ করে রাঘব চাড্ডা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চারটি ছবি পোস্ট করে লেখেন, ‘আমি যা প্রার্থনা করেছি… ও হ্যাঁ বলেছে।’ অন্যদিকে একই ছবি পোস্ট করেন পরিণীতিও। একই ঢঙে লেখেন, ‘আমি যা প্রার্থনা করেছি… আমি হ্যাঁ বলেছি।’ বর ও কনের পোশাকে ছিল আইভরি রঙের পোশাক। বলাই বাহুল্য দু’জনের সাজই ছিল মনমুগ্ধকর, স্নিগ্ধ।
প্রসঙ্গত, অভিনেত্রী পরিণীতি চোপড়াকে চেনেন না এমন কেউ নেই বললেই চলে। অন্যদিকে হবু বর রাঘব চাড্ডাও অভিনেত্রীর থেকে কোনও অংশে কম নন। তিনি আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ। রাঘব রাজ্যসভার সর্বকনিষ্ঠ সাংসদও বটে। রাজনীতির সঙ্গে রাঘবের পরিচয় ইন্ডিয়া এগেনস্ট করাপশন আন্দোলনের হাত ধরে। এই আন্দোলনে যোগ দিতে গিয়েই তাঁর সঙ্গে আলাপ হয় অরবিন্দ কেজরিওয়ালের। তারপরেই তিনি আম আদমি পার্টিতে যোগদান করেন।