কলকাতাFriday, 27 August 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

ইন্ডিয়ান আইডল খ্যাত অরুনিতা কাঞ্জিলালকে সংবর্ধনা ন্যাশনাল হিউম্যান রাইটস কাম মিডিয়া অর্গানাইজেশনের

Puber Kalom
August 27, 2021 11:38 am
Link Copied!

ইনামুল হক, বারাসতঃ ইন্ডিয়ান আইডল খ্যাত অরুনিতা কাঞ্জিলালকে সংবর্ধনা দিল ন্যাশনাল হিউম্যান রাইটস কাম মিডিয়া অর্গানাইজেশন। বাংলার মফস্বল শহর বনগাঁ থেকে উঠে আসা সুরেলা কন্ঠের মেয়ে অরুনিতা কাঞ্জিলাল আজ সঙ্গীত প্রতিভার অনন্যা কন্যা। ইন্ডিয়ান আইডলের দ্বিতীয় বিজয়ী বা রানারআপ।  অল্প বয়েসে বাংলা সারেগামাপা জয় করেছে। এবার ইন্ডিয়ান আইডলে সারা ভারতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। সুন্দর হিন্দি উচ্চারণ করে সর্বভারতীয় শিল্পীদের সাথে যে ভাবে বাংলাকে তুলে ধরেছে তা প্রশংসার দাবি রাখে। মুম্বাই ইন্ডাস্ট্রিতে বড় বড় মিউজিক ডিরেক্টরদের সামনে দ্বিধাহীনভাবে সুন্দর সুরেলা কন্ঠ ও হিন্দি উচ্চারণ এর মাধ্যমে সে যে প্রতিভার স্পুরণ ঘটিয়েছে তার জন্য আজ প্রতিটি বাঙালি গর্বিত। এমনটাই জানালেন,  হিউম্যান রাইটস কাম মিডিয়া অর্গানাইজেশনের রাজ্য সভাপতি ইমরান আলি শাহ। ভবিষ্যতে বাংলার সোনার মেয়ে অরুনিতা ভারতের বিখ্যাত ও প্রথমসারির গায়িকা উঠবেন বলে তিনি আশাবাদী। এদিন অরুনিতার পিতা প্রাক্তন প্রধান শিক্ষক অবনী কাঞ্জিলাল জানান,অরুনিতা ছোট থেকেই খুব শান্ত স্বভাবের।  গান গাইতে ভালোবাসে।সব ধরনের গান সহজে আয়ত্ত করতে পারে।অরুনিতা যাতে ভবিষ্যতে বিশ্বের দরবারে বাংলার নাম উজ্জ্বল করতে পারে তার জন্য তিনি প্রচেষ্টা চালিয়ে যাবেন। বৃহস্পতিবার অরুনিতার বাড়িতে এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল হিউম্যান রাইটস মিডিয়া অর্গানাইজেশনের রাজ্য সম্পাদক শেখ সাজিদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট আরমান আলী শাহ, সমাজসেবী অরিন্দম মুখার্জী, সমাজসেবী রহমান মোল্লা সহ বিশিষ্টরা।