৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাম নবমী-স্বর্ণমন্দির নিয়ে সমস্যা না হলে ঈদে কেন? প্রশ্ন শানের

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, সোমবার
  • / 17

পুবের কলম,ওয়েবডেস্ক: ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন সঙ্গীত শিল্পী শান। সঙ্গে ছিল মাথায় ফেজ টুপি পরে দোয়া চাওয়ার ভঙ্গিতে তোলা একটি ছবি। ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করার পর থেকে তাঁকে কটূ কথা বলতে থাকে কট্টরপন্থী নেটিজেনরা। হিন্দুর সন্তান হয়ে কেন তিনি ঈদের শুভেচ্ছা জানলেন, সেই নিয়ে প্রশ্ন তোলে অনেকে। অনেকে মন্তব্য করেন, ‘এসব আদিখ্যেতা।’

শেষপর্যন্ত কট্টরপন্থীদের ট্রোলের জবাব দিলেন শান। এসব কটাক্ষের জবাবে শান লেখেন, ওই ছবিটি তাঁর একটি মিউজিক ভিডিয়ো থেকে নেওয়া। ঈদ উপলক্ষে ছবিটি মানানসই মনে হয়েছিল বলেই তিনি সেটি ব্যবহার করেছিলেন।

শান প্রশ্ন তোলেন, স্বর্ণমন্দিরে গিয়ে মাথা ঢেকে ছবি দিয়েছিলাম। তখন তো বললেন না, যে কেন শিখদের মতো আচরণ করলাম? রাম নবমীর দিন মানানসই ছবি দিয়ে শুভেচ্ছা জানানোর পরেও কোনও প্রশ্ন উঠল না। তাহলে ঈদের শুভেচ্ছা নিয়ে এত সমস্যা কেন?

শান আরও লেখেন, ছোটবেলা থেকেই গুরুজনরা আমাকে সব ধর্মকে সম্মান করতে, সব উৎসব উদযাপন করতে শিখিয়েছেন। আমি চিরদিন এটাতেই বিশ্বাস করি এবং সেটাই করব। আমার মনে হয়, প্রত্যেক ভারতবাসীরই উচিত এভাবে ভাবা। বাকি, আপনারা নিজেদের মত করে ভাবতে পারেন। ব্রাহ্মণ পরিবারের সন্তান হওয়ার পাশাপাশি আমি একজন ভারতীয়। আর সেইজন্য আমি প্রতিটি উৎসবেই সামিল হওয়ার চেষ্টা করি। ইসলামোফোবিয়া নিয়ে প্রকাশ্যে  প্রশ্ন তোলার জন্য তাঁকে সাধুবাদ জানাচ্ছেন অনেকে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাম নবমী-স্বর্ণমন্দির নিয়ে সমস্যা না হলে ঈদে কেন? প্রশ্ন শানের

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্ক: ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন সঙ্গীত শিল্পী শান। সঙ্গে ছিল মাথায় ফেজ টুপি পরে দোয়া চাওয়ার ভঙ্গিতে তোলা একটি ছবি। ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করার পর থেকে তাঁকে কটূ কথা বলতে থাকে কট্টরপন্থী নেটিজেনরা। হিন্দুর সন্তান হয়ে কেন তিনি ঈদের শুভেচ্ছা জানলেন, সেই নিয়ে প্রশ্ন তোলে অনেকে। অনেকে মন্তব্য করেন, ‘এসব আদিখ্যেতা।’

শেষপর্যন্ত কট্টরপন্থীদের ট্রোলের জবাব দিলেন শান। এসব কটাক্ষের জবাবে শান লেখেন, ওই ছবিটি তাঁর একটি মিউজিক ভিডিয়ো থেকে নেওয়া। ঈদ উপলক্ষে ছবিটি মানানসই মনে হয়েছিল বলেই তিনি সেটি ব্যবহার করেছিলেন।

শান প্রশ্ন তোলেন, স্বর্ণমন্দিরে গিয়ে মাথা ঢেকে ছবি দিয়েছিলাম। তখন তো বললেন না, যে কেন শিখদের মতো আচরণ করলাম? রাম নবমীর দিন মানানসই ছবি দিয়ে শুভেচ্ছা জানানোর পরেও কোনও প্রশ্ন উঠল না। তাহলে ঈদের শুভেচ্ছা নিয়ে এত সমস্যা কেন?

শান আরও লেখেন, ছোটবেলা থেকেই গুরুজনরা আমাকে সব ধর্মকে সম্মান করতে, সব উৎসব উদযাপন করতে শিখিয়েছেন। আমি চিরদিন এটাতেই বিশ্বাস করি এবং সেটাই করব। আমার মনে হয়, প্রত্যেক ভারতবাসীরই উচিত এভাবে ভাবা। বাকি, আপনারা নিজেদের মত করে ভাবতে পারেন। ব্রাহ্মণ পরিবারের সন্তান হওয়ার পাশাপাশি আমি একজন ভারতীয়। আর সেইজন্য আমি প্রতিটি উৎসবেই সামিল হওয়ার চেষ্টা করি। ইসলামোফোবিয়া নিয়ে প্রকাশ্যে  প্রশ্ন তোলার জন্য তাঁকে সাধুবাদ জানাচ্ছেন অনেকে।