কেনিয়ার জঙ্গলে উদ্ধার ৪৭ মরদেহ
ইমামা খাতুন
- আপডেট :
২৪ এপ্রিল ২০২৩, সোমবার
- / 12

পুবের কলম,ওয়েবডেস্ক: কেনিয়ায় যীশুর সাক্ষাতের আশায় ধর্মযাজকের কথায় আমৃত্যু অনাহারে থাকা শুরু করেছিলেন একদল মানুষ। এদের মধ্যে সবমিলিয়ে অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। রবিবার দেশটির মালিন্দি এলাকার একটি গণকবর থেকে আরও ২৬ জনের মরদেহ উদ্ধার করায় এ ঘটনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। মৃতের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে। এ ঘটনায় স্থানীয় একটি গির্জার প্রধান যাজককে গ্রেফতার করেছে কেনিয়ার পুলিশ। সম্প্রতি অনাহারে কয়েকজনের মৃত্যুর খবর অনুসন্ধান করতে গিয়ে ওই গণকবরের সন্ধান পায় পুলিশ। এর আগে গত সপ্তাহে একই এলাকা থেকে গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চ নামে একটি গির্জার ১৫ সদস্যের মরদেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, অনাহারে মৃত্যুবরণ করতে অনুসারীদের নির্দেশ দেওয়া ওই ধর্মপ্রচারকের নাম পল ম্যাকেঞ্জি। স্থানীয় ওই গির্জার প্রধান যাজক তিনি। এরই মধ্যে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ওই যাজক। ম্যাকেঞ্জির দাবি, ২০১৯ সালেই গির্জাটি বন্ধ হয়ে গিয়েছিল। গণকবর থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের মৃত্যু আসলেই অনাহারে থেকে হয়েছে কিনা, তা জানতে বিস্তারিত পরীক্ষা চালানোর ঘোষণা করেছে কর্তৃপক্ষ।