কলকাতাWednesday, 25 August 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

আচমকা বিভ্রাট, বন্ধ থাকল কন্ট্রোল রুম সহ লালবাজারের কয়েকশো সিসি ক্যামেরা

mtik
August 25, 2021 7:03 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদন­: বুধবার দুপুরে আচমকাই বন্ধ হয়ে যায় লালবাজারের কন্ট্রোল রুম সহ কয়েকশো সিসি ক্যামেরা। এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়ায় লালবাজারের অন্দরে। সূত্রের খবর অনুযায়ী, বুধবার দুপুরে আচমকাই বন্ধ হয়ে সিসি ক্যামেরাগুলি। এর পেছনে কোনও যান্ত্রিক গোলোযোগ না কি ভাইরাস অ্যাটাক তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এদিন সন্ধ্যেয় প্রায় সাড়ে ৬টা নাগাদ ফের কাজ করতে শুরু করে ক্যামেরাগুলি। সিসি ক্যামেরার এই বন্ধ থাকার প্রসঙ্গে যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়– কোনও ধরণের ভাইরাস অ্যাটাক বা সাইবার অ্যটাক নয়। একটি পূর্বের ইনস্টল করা অ্যান্টি ভাইরাস সিস্টেম আপডেট করা হচ্ছিল। সেই কারণেই সাবধানতা অবলম্বনের জন্য সমস্ত সিকিউরিটি ক্যামেরাগুলিকে বন্ধ রাখা হয়। আরও দাবি করা হয়–  লালবাজারের সিকিউরিটি সিস্টেম একটি থ্রি টায়ার সিস্টেম। এত সহজে ওই সিস্টেম হ্যাক করা সম্ভব নয়।