কলকাতাTuesday, 24 August 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

অন্যত্র বদলি করার অভিযোগে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা পাঁচ শিক্ষিকার

mtik
August 24, 2021 8:12 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদক:­ অন্যত্র বদলি করে দেওয়ার অভিযোগে মঙ্গলবার বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন এসএসকে ও এমএসকের পাঁচ শিক্ষিকা। এদিন বেলায় ওই পাঁচ শিক্ষিকাকে অনৈতিকভাবে বদলির অভিযোগে বিকাশ ভবনের সামনে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষক ঐক্য মঞ্চের সদস্যরা। সে-সময় প্রকাশ্যে হাতে বিষের শিশি নিয়ে গলায় ঢেলে দেন পাঁচজন। ওই পাঁচজন শিক্ষিকার মধ্যে অনিমা নাথ নামে এক শিক্ষিকা জানান‘আজ আমরা বিষ খেয়েছি সবাই। আমরা মরে যাবআমরা বাঁচব না। আমি বৃত্তিমূলক শিক্ষিকা। এই রাজ্যে কিছুই হওয়ার নেই আমাদের।’ এই ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয় বিকাশ ভবনের বাইরে। শিক্ষিকাদের মুখ থেকে গ্যাঁজলা বেরোতে শুরু করলে তড়িঘড়ি তাঁদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।

এ দিনের প্রতিবাদে শামিল শিক্ষিকারা অভিযোগ করেন, এক জেলা থেকে দূরের কোনও জেলায় তাঁদের বদলি করে দেওয়ার কোনও কারণই ছিল না। তা সত্ত্বেও তাঁদের বদলি করা হয়েছে। জানা গিয়েছেমুর্শিদাবাদের ভগবানগোলার শিক্ষিকা ফাজিলাকে বদলি করে দেওয়া হয়েছে দক্ষিণ দিনাজপুরে। মুর্শিদাবাদের অপর শিক্ষিকাকে বদলি করে দেওয়া হয়েছে জলপাইগুড়িতে। অন্যদিকেজ্যোৎস্না টুডু নামে এক শিক্ষিকাকে মেদিনীপুর থেকে বদলি করা হয়েছে জলপাইগুড়িতে। শিখা দাসকে পূর্ব মেদিনীপুর থেকে বদলি করা হয়েছে দক্ষিণ দিনাজপুরে। পুতুল মণ্ডল নামে এক শিক্ষিকাকে দক্ষিণ ২৪ পরগনা থেকে কোচবিহারে বদলি করা হয়েছে। বৃত্তিমূলক শিক্ষিকাদের এই বদলিকেই অনৈতিক দাবি করে এ দিন ক্ষোভ প্রকাশ করেন শিক্ষক ঐক্যমঞ্চের সদস্যরা।