ফের শ্রদ্ধাকাণ্ডের পুনরাবৃত্তি! পলিথিন ব্যাগে মহিলার খণ্ড- বিখণ্ড দেহ উদ্ধার
ইমামা খাতুন
- আপডেট :
১৯ মার্চ ২০২৩, রবিবার
- / 21

পুবের কলম ওয়েবডেস্ক: দিল্লিতে ফের শ্রদ্ধাকাণ্ডের পুনরাবৃত্তি। উদ্ধার হল মহিলার খণ্ড খণ্ড মৃতদেহ। সংবাদমাধ্যম সূত্রে খবর, সরাইকালে খান মেট্রো স্টেশনের নির্মাণকাজ চলাকালীন শ্রমিকরা হঠাৎই দুর্গন্ধ পান। খোঁজাখুঁজি করতেই নির্মাণ এলাকায় পলিথিনের ব্যাগ পড়ে থাকতে দেখেন তাঁরা। এর পরই স্থানীয় থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে পুলিশ ওই প্লাস্টিকের প্যাকেট খুলতেই দেখতে পান, ভিতরে ভরা রয়েছে এক মহিলার খণ্ড-বিখণ্ড দেহ।
পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার দুপুরে একটি ফোন আসে। সেই ফোনে জানানো হয়, দক্ষিণ-পূর্ব দিল্লির নির্মীয়মাণ র্যাপিড মেট্রো সাইটে বেশ কয়েকটি প্লাস্টিকের প্যাকেট পড়ে রয়েছে। তার ভিতরে এক মহিলার খণ্ড-বিখণ্ড দেহ পড়ে রয়েছে। এরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহের টুকরোগুলি উদ্ধার করে।
পুলিশের তরফে আরও জানান হয়েছে যে, নিহতের পরিচয় এখনও জানা যায়নি। খুনের তদন্তে নেমেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।
তদন্তকারীদের অনুমান, খুনের পর প্রমাণ লোপাট করতে দেহ টুকরো টুকরো করে ফেলা হয়। তখনই শরীর থেকে ধড় আলাদা করা হয়েছিল। খুনের সময় নিহতের উপর অত্যাচার চালানো হয়েছিল বলেও মনে করছেন তাঁরা।
প্রসঙ্গত, কয়েক মাস আগেই দিল্লিতে শ্রদ্ধা ওয়ালকার হত্যাকাণ্ডে দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। শ্রদ্ধার বাবার অভিযোগের ভিত্তিতে প্রথমে ‘নিখোঁজ’ শ্রদ্ধার খোঁজে তদন্তে নামে পুলিশ। সন্দেহ হয় লিভ ইন পার্টনার আফতাব এই কাণ্ডে জড়িত। এরপরই জেরা শুরু হলে পুলিশ জানতে পারে আফতাব শ্রদ্ধাকে খুন করে ৩৫ টুকরো করে তা দিল্লির আশপাশের বিভিন্ন জঙ্গলে ছড়িয়ে দিয়েছে। এরপরই তোলপাড় শুরু হয়।