পুবের কলম, ওয়েবডেস্ক: হৃদরোগে আক্রান্ত হাসপাতালে ভর্তি প্রাক্তন বিশ্বসুন্দরী, বলিউড তারকা সুস্মিতা সেন। বেশ কিছুদিন আগে হঠাৎ-ই হৃদরোগে আক্রান্ত হন তিনি। বৃহস্পতিবার এই খবর প্রকাশ্যে আসে। স্টেন্ট বসেছে অভিনেত্রীর।
ইনস্টাগ্রামের হৃদরোগের খবর শেয়ার করেছেন সুস্মিতা নিজেই।
বাবা সুবীর সেনের সঙ্গে একটি ছবি পোস্ট করেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘বাবা বলেন, তোমার হৃদয়কে আনন্দিত ও সাহসী রাখো। যখন যখন তোমার আমাকে দরকার হবে, তখন তখন আমি তোমার পাশে দাঁড়াব সোনা।’
এরপরেই সুস্মিতা জানান কিছুদিন আগেই আমি হৃদরোগে আক্রান্ত হই। অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। স্টেন্ট বসেছে ঠিক জায়গায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমার কার্ডিওলজিস্ট বলেছেন, আমার হৃদয় অনেক বড়। তাঁদের সবাইকে ধন্যবাদ যাঁরা সময়মতো সাহায্য করেছেন, যথাযথ ব্যবস্থা নিয়েছেন।’
অভিনেত্রী আরও লেখেন, ‘এই পোস্টটি তাঁদের জন্য যাঁরা আমার শুভাকাঙ্খী ও যারা আমাকে ভালোবাসেন। তাঁদের এই ভালো খবরটি জানাতেই পোস্ট করলাম যে, এখন সব ঠিক আছে। জীবনের জন্য আমি আবার তৈরি। তোমাদের আমি অনেক ভালোবাসি। দুগ্গা দুগ্গা।’