পুবের কলম ওয়েবডেস্ক: নরেন্দ্র মোদি আর ভারতীয় সেন্সর বোর্ড যেন কোথাও গিয়ে সমার্থক হয়ে গিয়েছে।বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকের শেষ দিনে মোদি বিজেপি নেতাদের সতর্ক করে বলেছিলেন তাঁরা যেন ফিল্মের মতো বিষয়ে অহেতুক ও অপ্রয়োজনীয় মন্তব্য না করেন। সেই নির্দেশকে মান্যতা দিয়েই গুজরাতে শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত পাঠান ছবির মুক্তির বিরোধীতা করবেনা বলে জানিয়ে দিল বজরং দল ও বিশ্বহিন্দু পরিষদ।
আজ ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা পাঠানের। প্রায় চারবছর পর কিং খান অভিনীত কোন ছবি মুক্তি পেতে চলেছে বড়পর্দায়। তা নিয়ে বলিউড বাদশার ভক্তদের মধ্যে উন্মাদনা এমনিতেই চরমে।
তবে এর সঙ্গে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না পাঠানের। পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গানটি প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের শুরু। ‘পাঠান’ সিনেমাতে দীপিকা পাড়ুকোনের পরনে গেরুয়া বিকিনি। তাতেই এই সিনেমাটিকে অশ্লীল বলে দাগিয়ে দেন উগ্র হিন্দুত্ববাদী নেতারা। এই ঘটনার শুরুটা হয় মধ্যপ্রদেশ থেকে। যার জের ছড়িয়ে পড়ে দেশের অন্যান্য বিজেপি অধ্যুষিত রাজ্যে।
বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) আর শাহরুখ খানের পাঠান ছবির বিরোধিতা করবে না। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) দ্বারা প্রস্তাবিত সংশোধন করা হয়েছে।
গুজরাতের ভিএইচপি সাধারণ সম্পাদক অশোক রাওয়াল একটি বিবৃতিতে দাবি করেছেন সেন্সর বোর্ড ” পাঠান ছবি থেকে অশ্লীল গান এবং অশ্লীল শব্দ” অপসারণ করেছে। মোট ১০ টি জায়গায় সেন্সর করা হয়েছে বলেই দাবি এই বিশ্বহিন্দু পরিষদ নেতার।
সেন্সর বোর্ড ১০ টিরও বেশি জায়গায় সেন্সর করার পরামর্শ দিয়েছে, যার মধ্যে রয়েছে বেশরম গানের নাচের কিছু সম্পাদনা। বোর্ডের মতে, দীপিকা পাড়ুকোনের বিতর্কিত গেরুয়া রঙের বিকিনি অবশ্য মুভিতে থাকবে।
এই ছবিতে প্রধান ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে এবং অভিনেতা আশুতোষ রানা ,ডিম্পল কাপাডিয়াও এই ছবির গুরুত্বপূর্ণ অংশে থাকবেন।