৪টি পরমাণু বোমা তৈরিতে সক্ষম ইরান: ইসরাইল

- আপডেট : ১৪ জানুয়ারী ২০২৩, শনিবার
- / 12
পুবের কলম ওয়েব ডেস্ক: অন্তত চারটি পারমাণবিক বোমা তৈরির মতো সক্ষমতা অর্জন করেছে ইরান। ইসরাইলের বিদায়ী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আভিভ কোচাভি এ মন্তব্য করেছেন। ইসরাইলের বিদায়ী সামরিক প্রধান জানান, চারটি বোমা তৈরির জন্য যে পরিমাণ পারমাণবিক উপাদান দরকার ইরানের কাছে তার যথেষ্ট পরিমাণই রয়েছে। তাদের কাছে এর জন্য সমৃদ্ধ ইউরেনিয়ামও রয়েছে। তিনি আরও বলেন, গত বছর থেকে ইসরাইলি সেনাবাহিনী ইরানে তিন ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিয়ে রেখেছে। তবে কোচাভি বলেন, ইরানের সাথে বড় আকারের যুদ্ধ লেগে গেলে ইসরাইলও তেহরানের সামরিক স্থাপনাসহ অন্য সাইটগুলোতে আক্রমণ করবে। কোচাভির কথায়, ‘আমরা সাম্প্রতিক বছরগুলোতে ইরানের পারমাণবিক স্থাপনাসহ অন্যান্য অনেক ধরনের লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিয়ে রেখেছি। শুধু ইরান নয়, আমরা লেবাননে হিজবুল্লাহর হাজার হাজার লক্ষ্যবস্তু ঠিক করে রেখেছি। এগুলোর মধ্যে ভূগর্ভস্থ অস্ত্রাগার থেকে শুরু করে যে সব ঘরে অস্ত্র লুকানো আছে, সবকিছুই অন্তর্ভুক্ত রয়েছে।’ আগামী সোমবার ১৬ জানুয়ারি লেফটেন্যান্ট জেনারেল আভিভ কোচাভির মেয়াদ শেষ হচ্ছে। তার উত্তরসূরি হিসেবে যোগ দিচ্ছেন মেজর জেনারেল হারজি হালেভি।