পুবের কলম ওয়েবডেস্ক: শুটিং সেটে আহত হয়েছেন জনপ্রিয় বলিউড পরিচালক রোহিত শেঠি। সূত্রের খবর, গাড়ির পেছনে ধাওয়া করার একটি অ্যাকশন দৃশ্যর শুটিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে চলছিল রোহিতের স্বপ্নের প্রজেক্ট ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর শুটিং। শুটিং চলাকালীন হাতে চোট লাগে তার। তৎক্ষণাৎ পরিচালককে নিয়ে যাওয়া হয় কামিনেনি হাসপাতালে। সেখানে ছোট অস্ত্রোপচার শেষে কয়েক ঘণ্টা রেখে ছেড়ে দেওয়া হয় পরিচালককে।
রোহিতের ছবিতে বরাবরই পুলিশের গল্প ঘুরেফিরে আসে। এর আগে ‘সিম্বা’, ‘সিংহাম’ এবং ‘সূর্যবংশী’র মতো পুলিশ চরিত্রের সৃষ্টি করেছেন তিনি। এবারের গোটা সিরিজটাই পুলিশ কেন্দ্রিক। পুলিশের প্রতি শ্রদ্ধা ও গাড়ির প্রতি অনুরাগ থেকেই এই সিরিজের নির্মাণ করছেন রোহিত।
প্রসঙ্গত, ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ সিরিজের মুখ্য চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে। এই সিরিজের শুটিং চলাকালীন আহত হয়েছিলেন সিদ্ধার্থও। এতে সিদ্ধার্থ ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শিল্পা শেঠি ও বিবেক ওবেরয়কে।