পুবের কলম ওয়েবডেস্কঃ ১৯৪৭ সালের ১৫ই আগষ্ট স্বাধীনতা পায় ভারত৷সেই সময় থেকে ভারতের কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদী)র গোটা ভারতবর্ষ জুড়ে সিপিআই(এম)র কোনো পার্টি অফিসে লাল ঝাণ্ডা ছাড়া জাতীয় পতাকা ঊত্তোলন হয়নি৷
এবারে ৭৫তমস্বাধীনতা দিবসে সিপিআইএম কেন্দ্রীয় কমিটিতে জাতীয় পতাকা উত্তোলন করার সিদ্ধান্ত নেওয়া হয়৷সেই মোতাবেক আজ ৭৫তম স্বাধীনতা দিবসে গোটা ভারতবর্ষে সমস্ত পার্টি অফিসে এই কর্মসূচী পালন করার আহ্বান জানায় সিপিআইএম কেন্দ্রীয় কমিটি৷
আজ হাওড়া জেলার উলুবেড়িয়ার সিপিআইএমের উত্তর-পূর্ব এরিয়া কমিটির অফিসে জাতীয় পতাকা উত্তোলিত করা হয় ৷ পাঠ করা হয় শপথ বাক্য। আগামী একবছর ধরে বানাবিধ কর্মসূচী পালন করা হবে,তার সঙ্গে স্বাধীনতা আন্দোলন সংগ্রামে কমিউনিষ্ট নেতাদের ভূমিকা কী ছিলো তা তুলে ধরার কর্মসূচী চলবে৷জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের উদ্দ্যেশে মাল্যদান করেন স্থানীয় বাম নেতৃত্ব। দিলীপ মন্ডল, কেশব কোলে,মনোজ ব্যনার্জী ওঅনান্য সমর্থক ও কর্মীবৃন্দ৷
৷সেই সময় থেকে ভারতের কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদী)র গোটা ভারতবর্ষ জুড়ে সিপিআই(এম)র কোনো পার্টি অফিসে লাল ঝাণ্ডা ছাড়া জাতীয় পতাকা ঊত্তোলন হয়নি৷
এবারে ৭৫তমস্বাধীনতা দিবসে সিপিআইএম কেন্দ্রীয় কমিটিতে জাতীয় পতাকা উত্তোলন করার সিদ্ধান্ত নেওয়া হয়৷সেই মোতাবেক আজ ৭৫তম স্বাধীনতা দিবসে গোটা ভারতবর্ষে সমস্ত পার্টি অফিসে এই কর্মসূচী পালন করার আহ্বান জানায় সিপিআইএম কেন্দ্রীয় কমিটি৷
আজ হাওড়া জেলার উলুবেড়িয়ার সিপিআইএমের উত্তর-পূর্ব এরিয়া কমিটির অফিসে জাতীয় পতাকা উত্তোলিত করা হয় ৷ পাঠ করা হয় শপথ বাক্য। আগামী একবছর ধরে বানাবিধ কর্মসূচী পালন করা হবে,তার সঙ্গে স্বাধীনতা আন্দোলন সংগ্রামে কমিউনিষ্ট নেতাদের ভূমিকা কী ছিলো তা তুলে ধরার কর্মসূচী চলবে৷জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের উদ্দ্যেশে মাল্যদান করেন স্থানীয় বাম নেতৃত্ব। দিলীপ মন্ডল, কেশব কোলে,মনোজ ব্যনার্জী ওঅনান্য সমর্থক ও কর্মীবৃন্দ৷