৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মে মাসেই সম্ভাব্য পঞ্চায়েত ভোট, নতুন ভোটার ১৩ লাখ

ইমামা খাতুন
  • আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, রবিবার
  • / 15

পুবের কলম ওয়েব ডেস্ক: হাতে আর বেশি সময় নেই। সব ঠিক  থাকলে আগামী বছরের মে মাসেই রাজ্যে অনুষ্ঠিত হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। তার পরের বছর, অর্থাৎ- ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই ভোট বাংলার রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ। একদিকে যেমন শাসকদল তৃণমূলের কাছে গুরুত্বপূর্ণ, তেমনি বিজেপির কাছেও। কেননা একুশের বিধানসভা নির্বাচনে ব্যাপক জনসমর্থন নিয়ে ফের ক্ষমতায় এসেছে তৃণমূল। আর বিজেপি সেই থেকে মুখ থুবড়ে পড়ার পরে আর সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি। কিছুটা হলেও ভালো ফল করেছে বাম শিবির।

লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচনের দিকে তাই বিরোধীরা তাকিয়ে রয়েছে। বিজেপি সেভাবে ঘুরে দাঁড়াতে না পারলে আগামী লোকসভায় তাঁদের পক্ষে বেশ কঠিন হবে বর্তমানে হাতে থাকা ১৮টি আসন ধরে রাখা। অন্যদিকে একুশের বিধানসভা ভোটে বাংলার বিধানসভা থেকে মুছে গিয়েছে বাম-কংগ্রেস। বিশেষ করে যখন রামের ভোট ফের বামের ঝুলিতে ফেরার ইঙ্গিত মিলছে নানা স্তর থেকে। তাই বাম, বিজেপি ও কংগ্রেস সব দলই এবার চেষ্টা করবে তৃণমূলকে টেক্কা দিয়ে পঞ্চায়েতে ভালো ফল করার।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, গত ৯ নভেম্বর থেকে চলতি মাসের ৮ তারিখ পর্যন্ত রাজ্যজুড়ে ‘স্পেশাল রিভিশন অব ইলেক্টোরাল রোলস’ প্রক্রিয়া চলেছে। এই সময়কালে বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে রাজ্য নির্বাচন কমিশনের কাছে। এর মধ্যে একটা বড় অংশই হবু ভোটার।

 কমিশন সূত্রে জানা গিয়েছে, এবারে ভোটার তালিকায় নতুন নাম তোলা এবং বিভিন্ন সংশোধনীর জন্য প্রায় ৩২ লক্ষ ফর্ম জমা পড়েছে। তার মধ্যে সাড়ে ১৩ লক্ষ নাম নতুন ভোটারদের। আগেই ১৮ বছর পূর্ণ হয়ে গিয়েছে এমন ফর্মই জমা পড়েছে ১০ লক্ষের মতো। জানুয়ারি মাসে ১৮ বছর পূর্ণ হবে এমন ফর্ম জমা পড়েছে সাড়ে ৩ লক্ষ। সব মিলিয়ে রাজ্যজুড়ে সাড়ে ১৩ লক্ষ নতুন ভোটার যুক্ত হতে চলেছে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের ভোটার তালিকায়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মে মাসেই সম্ভাব্য পঞ্চায়েত ভোট, নতুন ভোটার ১৩ লাখ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: হাতে আর বেশি সময় নেই। সব ঠিক  থাকলে আগামী বছরের মে মাসেই রাজ্যে অনুষ্ঠিত হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। তার পরের বছর, অর্থাৎ- ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই ভোট বাংলার রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ। একদিকে যেমন শাসকদল তৃণমূলের কাছে গুরুত্বপূর্ণ, তেমনি বিজেপির কাছেও। কেননা একুশের বিধানসভা নির্বাচনে ব্যাপক জনসমর্থন নিয়ে ফের ক্ষমতায় এসেছে তৃণমূল। আর বিজেপি সেই থেকে মুখ থুবড়ে পড়ার পরে আর সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি। কিছুটা হলেও ভালো ফল করেছে বাম শিবির।

লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচনের দিকে তাই বিরোধীরা তাকিয়ে রয়েছে। বিজেপি সেভাবে ঘুরে দাঁড়াতে না পারলে আগামী লোকসভায় তাঁদের পক্ষে বেশ কঠিন হবে বর্তমানে হাতে থাকা ১৮টি আসন ধরে রাখা। অন্যদিকে একুশের বিধানসভা ভোটে বাংলার বিধানসভা থেকে মুছে গিয়েছে বাম-কংগ্রেস। বিশেষ করে যখন রামের ভোট ফের বামের ঝুলিতে ফেরার ইঙ্গিত মিলছে নানা স্তর থেকে। তাই বাম, বিজেপি ও কংগ্রেস সব দলই এবার চেষ্টা করবে তৃণমূলকে টেক্কা দিয়ে পঞ্চায়েতে ভালো ফল করার।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, গত ৯ নভেম্বর থেকে চলতি মাসের ৮ তারিখ পর্যন্ত রাজ্যজুড়ে ‘স্পেশাল রিভিশন অব ইলেক্টোরাল রোলস’ প্রক্রিয়া চলেছে। এই সময়কালে বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে রাজ্য নির্বাচন কমিশনের কাছে। এর মধ্যে একটা বড় অংশই হবু ভোটার।

 কমিশন সূত্রে জানা গিয়েছে, এবারে ভোটার তালিকায় নতুন নাম তোলা এবং বিভিন্ন সংশোধনীর জন্য প্রায় ৩২ লক্ষ ফর্ম জমা পড়েছে। তার মধ্যে সাড়ে ১৩ লক্ষ নাম নতুন ভোটারদের। আগেই ১৮ বছর পূর্ণ হয়ে গিয়েছে এমন ফর্মই জমা পড়েছে ১০ লক্ষের মতো। জানুয়ারি মাসে ১৮ বছর পূর্ণ হবে এমন ফর্ম জমা পড়েছে সাড়ে ৩ লক্ষ। সব মিলিয়ে রাজ্যজুড়ে সাড়ে ১৩ লক্ষ নতুন ভোটার যুক্ত হতে চলেছে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের ভোটার তালিকায়।