বুধবার থেকে সংসদে শুরু শীতকালীন অধিবেশন

- আপডেট : ৬ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার
- / 9
পুবের কলম ওয়েব ডেস্কঃ সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে কাল। অধিবেশনের আগের দিন অর্থাৎ মঙ্গলবার কেন্দ্রীয় সরকার সর্বদলীয় বৈঠক ডাকে। এই বৈঠকে প্রায় সব বিরোধী দলের নেতারাই উপস্থিত ছিলেন। বিরোধীরা আসন্ন সংসদ অধিবেশনে মুদ্রাস্ফিতী, আর্থিকভাবে দুর্বল শ্রেণির (ইডব্লুসি) কোটা এবং বেকারত্ব নিয়ে আলোচনার দাবি জানায়।
মূলত ৭ ডিসেম্বরের অধিবেশনের সম্ভাব্য আলোচ্য বিষয়গুলি ঠিক করার জন্যই কেন্দ্রীয় সরকার এই সর্বদলীয় বৈঠকের আয়োজন করে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী, তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন সহ বহু নেতা।
সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানান, বৈঠকে ৪৭ দলকে আহ্বান করা হলেও উপস্থিতি ছিল ৩১ দলের। তিনি জানান, সরকার সব বিষয়েই আলোচনার জন্য প্রস্তুত, বিরোধীদের পক্ষ থেকে কিছু পরামর্শও এসেছে। স্পিকার ও চেয়ারম্যানের অনুমতি মিললে আলোচনা হবে। তিনি বলেন আমরা ক্রিসমাসকে উপেক্ষা করছি এটা ঠিক নয়, আমরা ২৪ এবং ২৫ ডিসেম্বর ছুটি ঘোষণা করেছি। সরকারের প্রতিনিধিত্ব করেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং ও রাজ্যসভার নেতা পীযূষ গোয়েল।
বৈঠকে উপস্থিত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, যেভাবে একদিনে নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছে, তা বাতিল করা উচিত । সর্বদলীয় বৈঠকে উপস্থিত কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী বলেন, হিন্দু-মুসলিমদের যেমন উৎসব রয়েছে, তেমনই খ্রিস্টানদেরও উৎসব রয়েছে। এ বিষয়টাও সরকারের মাথায় রাখা উচিত। খ্রিস্টানদের জনসংখ্যা কম বলে উপেক্ষা করা নীতিগত ভাবেও সরকারের পক্ষে একেবারেই ঠিক নয়। তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েনও আসন্ন অধিবেশনে মুদ্রাস্ফিতী, বেকারত্ব, এজেন্সির অপব্যবহার এবং রাজ্যের আর্থিক সমস্যা নিয়ে আলোচনার দাবি জানান।
উল্লেখ্য ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে সংসদের শীতকালীন অধিবেশন, এবং ২৩ দিনে মোট ১৭ টি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
নয়া ইনিংস শুরু করতে চলেছেন রাজ্যসভার চেয়ারপার্সন তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। এই অধিবেশনে ১৬ টি নতুন বিল আনা হতে পারে বলে জানা গিয়েছে। এদিন সর্বদলীয় বৈঠকে ডেরেক বলেন,‘সংসদে বিরোধীদের কণ্ঠ যেন শোনা যায়। বিরোধীদের কথা বলার অনুমতি দিন।’