পুবের কলম, ওয়েবডেস্কঃ কাজে অসামান্য দক্ষতার জন্য প্রতিবছর রাজ্য স্বরাষ্ট্র দফতর মনোনীত আইপিএস অফিসারদের মেডেল দিয়ে সম্মানিত করেন। ১৫ আগস্ট এই অনুষ্ঠান হয়, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃতি অফিসারদের মেডেল দিয়ে সম্মানিত করেন। এবার সেই তালিকায় নাম যুক্ত হয়েছে কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রর। এই বছর মুখ্যমন্ত্রীর ‘পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’ পাচ্ছেন তিন পুলিশকর্তা। তাঁরা হলেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র, এডিজি (কারা) পীযুষ পান্ডে ও আইজি (উত্তরবঙ্গ) ডি পি সিং। রেড রোডে স্বাধীনতা দিবসের প্যারেডের পর আয়োজিত অনুষ্ঠানে এই পুলিশ অফিসারদের সম্মানিত করা হবে।
তবে শুধু এই অফিসাররা নন এবার ” পুলিশ মেডেল ফর কমেম্ডেবল” অ্যাওয়ার্ড পাচ্ছেন সাত আইপিএস অফিসার। এঁরা সকলেই মুখ্যমন্ত্রীর হাত থেকে মেডেল পাবেন নিজেদের অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ।