পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা যুদ্ধে লড়াইয়ের সাফল্য পেল এম আর বাঙ্গুর হাসপাতাল। দেশের সেরা জেলা হাসপাতালের তকমা পেল রাজ্যের এই হাসপাতালটি। করোনার প্রথম ঢেউ থেকেই রোগীর চাপ খুব ভালোভাবে সামলে চলেছে টালিগঞ্জের বাঙ্গুর হাসপাতাল। বহু করোনা রোগী এই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ২০২০ সালের প্রথম দিকেই যখন করোনা ঢেউ আছড়ে পড়ে রাজ্যের ওপর, তখন থেকেই এই হাসপাতাল কলকাতার মধ্যে কোভিড হাসপাতাল হিসেবে তার জায়গা করে নেয়। বহু মানুষের আশ্রয়, ভরসার জায়গা হয়ে গিয়েছে এই হাসপাতালটি। এবার এই সব কাজেরই স্বীকৃতি পেল বহু পরিচিত সরকারি হাসপাতাল এম আর বাঙ্গুর। নীতি আয়োগের পক্ষ থেকে এই চিঠি ইতিমধ্যেই পৌঁছে গেছে স্বাস্থ্যদফতরের হাতে। খুশি হাসপাতাল কর্তৃপক্ষ।
খুব সীমিত পরিকাঠামো নিয়ে করোনা রোগীদের সুস্থ করার লড়াই চালিয়ে গেছে এম আর বাঙ্গুর হাসপাতাল। সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়ে তার জন্য সাধারণ ওয়ার্ডের সঙ্গে আলাদা রাখা হয়েছিল কোভিড ওয়ার্ডকে। নীতি আয়োগের তরফে হাসপাতালের পরিকাঠামোর ভূয়সী প্রশংসা করে রাজ্য স্বাস্থ্যদফতরে চিঠি পাঠানো হয়।