পুবের কলম ওয়েব ডেস্কঃ বদলে যাচ্ছে ট্যুইটার। একের পর এক পরিবর্তনের কথা ঘোষণা করেছে মাইক্রোব্লগিং সাইটের নতুন মালিক এলন মাস্ক। এবার ব্লু টিক সঙ্গে আসতে চলেছে ‘গোল্ড’ এবং ‘গ্রে’ টিক। এই প্রসঙ্গে মাস্ক ট্যুইট করে জানিয়েছেন, ব্লু টিকের জন্য যে পদ্ধতি মানা হচ্ছে তা ঠিক, বরং সবার হাতে আরও ক্ষমতা দেওয়া দরকার। এবার ব্লু টিকের সঙ্গে আসতে চলেছে ‘গোল্ড’ এবং ‘গ্রে’ টিক।
তিনি জানান, ‘গোল্ড’ টিক সাধারণত কোম্পানির জন্য বরাদ্দ করা হবে, অন্যদিকে যে কোনও সরকারি অ্যাকাউন্টের পাশে থাকবে ‘গ্রে’ টিক এবং সেলেব বা অন্যান্যদের জন্য থাকবে ব্লু টিক। এছাড়াও এই টিক দাগ গুলি ভেরিফাইড করার আগে প্রতিটি ভেরিফাইড অ্যাকাউন্টের যাচাইকরণ করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ৪,৪০০ কোটি ডলারের চুক্তি সম্পন্ন করে ট্যুইটার কিনেছেন মাস্ক। তার ট্যুইটার অধিগ্রহণের পরেই ছাঁটাই করা হয়েছে সংস্থার সিইও পরাগ আগরওয়াল-সহ সংস্থার শীর্ষ আধিকারিকদের। ইতিমধ্যেই ট্যুইটার ব্লু টিকের প্রক্রিয়ার বদলের কথা ঘোষণা করেছিলেন তিনি। এবার তার সঙ্গে যোগ হতে চলেছে ‘গোল্ড’ ও ‘গ্রে’ টিক।
সংবাদমাধ্যম সূত্রে খবর, এ বার থেকে যাঁরা টুইটারের ‘ব্লু মেম্বার’ অর্থাৎ যাঁদের টুইটারের সাবস্ক্রিপশন রয়েছে, তাঁদের মধ্যেই ‘ব্লু টিক’ সীমাবদ্ধ রাখা হবে। এই সাবস্ক্রিপশনের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়। সেই খরচও বাড়িয়ে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, সাবস্ক্রিপশনের খরচ বেড়ে হবে ১৯.৯৯ ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১৬০০ টাকা।