পুবের কলম ওয়েবডেস্ক: পায়ের শিরা কেটে গিয়ে গলগল করে রক্তপাত। হাসপাতালে ভর্তি করতে হল বিগ বি অমিতাভ বচ্চনকে। রক্ত বন্ধ করতে গোটা চারেক স্টিচও পড়েছে। নিজের ব্লগে শাহেনশা লিখেছেন প্রচুর রক্তপাত হয়েছে, ওটিতে নিয়ে গিয়ে সেলাই করতে হয়েছে। তবে তিনি ঘাবড়ে যাননি। আপাতত হাঁটাচলা করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিগ বি দূর্ঘটনার খবর সামনে আসতেই অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়ে উদ্বেগ। তবে অমিতাভ নিজেই সবাইকে আশ্বস্ত করেছেন তিনি আপাতত সুস্থই আছেন।
ধাতব কোন কিছুর আঘাতে বাঁ পায়ের কাফ পায়ের কাফ মাসলে চোট লাগে। শিরা কেটে শুরু হয় অবিরাম রক্তপাত। কৌন বনেগা ক্রোড়পতির সেটে ঘটে যায় এই বিপত্তি। এরপর তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য চিকিৎসকদেরও ধন্যবাদ জানান অমিতাভ । দৌড়ে কেবিসি-র সেটে ঢোকার কিছু মুহূর্তের ছবি শেয়ার করেন অমিতাভ। জানান, সেটের এক ধাতব বস্তুতে ধাক্কা খেয়ে তাঁর বা পায়ের কাফ মাসেলে আঘাত লাগে। তাতেই একটি শিরা কেটে যায়