পুবের কলম, ওয়েবডেস্কঃ টানা কয়েকদিনের অবিরাম বৃষ্টির পর ফের বুধবারের বৃষ্টিতে ভাসল কলকাতা। প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতার একাধিক এলাকা। গোটা তিলোত্তমাই কার্যত জলবন্দি। বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবারও চলবে ভারী বৃষ্টি। শুক্রবারও মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বুধবার সকাল থেকে কলকাতায় রেকর্ড বৃষ্টি হয়েছে।
ছবি_সন্দীপ সাহা
আক কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বৃষ্টি হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে বাংলাদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেরেই রাজ্যে বৃষ্টি হতে পারে।
ছবি_সন্দীপ সাহা
বুধবারের টানা বৃষ্টিতে কলকাতার উত্তর থেকে দক্ষিণ একাধিক এলাকা জলের তলায়। সুকিয়া, ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট পার্ক স্ট্রিট, হাওড়া কদমতলা, পার্ক সার্কাস, বেহালা, নিউ আলিপুর একাধিক এলাকা ভাসছে।
ছবি_প্রসেনজিৎ দত্ত
অন্যদিকে দামোদর-রূপনারায়ণে জলে প্লাবিত খানাকূল। জলের তলায় ২৮ হাজার হেক্টর জমি। ত্রাণে নেমেছে সেনা। জলবন্দি ঘাটাল। যাতায়াতে নামানো হয়েছে নৌকা।