পুবের কলম, ওয়েবডেস্ক: ন্যাশনাল ফিল্ম ফেয়ার পুরস্কার পেলেন বিশিষ্ট অভিনেতা সুরিয়া, অজয় দেবগণ। নয়াদিল্লির বিজয় ভবনে এই পুরস্কার দেওয়া হয় এই দুজন বিশিষ্ট অভিনেতাকে। শুক্রবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে এই দুই বিশিষ্ট অভিনেতাদের হাতে সেরা পুরস্কার তুলে দেওয়া হয়।
সুরিয়া এবং অজয় দেবগন যথাক্রমে সুরারাই পোত্রু এবং তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। এই নিয়ে তৃতীয়বার সেরা অভিনেতার পুরস্কার পেলেন অজয় দেবগণ। তিনি এর আগে ১৯৯৮ সালের চলচ্চিত্র ‘জখম’ এবং ‘দ্য লিজেন্ড অফ ভগত সিং’-এর জন্য জিতেছেন। সুরারাই পোত্রু চলচ্চিত্রে জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান অপর্ণা বালমুরালি। সুরারাই পোত্রুও সেরা চিত্রনাট্য এবং সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর এবং সেরা ফিচার ফিল্ম পুরস্কার জিতেছে।
সেরা চলচ্চিত্র: সুরারাই পোত্রু
সেরা দিকনির্দেশনা: সাচি, আয়াপ্পানাম কোশিয়ুম
সেরা অভিনেত্রী: অপর্ণা বালমুরালি (সুরারাই পোত্রু)
সেরা অভিনেতা: সুরিয়া(সুরারাই পোত্রু),
অজয় দেবগণ (তানহাজী, দ্য আনসুং ওয়ারিয়র)
সেরা পার্শ্ব অভিনেত্রী: লক্ষ্মী প্রিয়া, চন্দ্রমৌলি, শিবরঞ্জনী এবং আরও কয়েকজন মহিলা
সেরা পার্শ্ব অভিনেতা: বিজু মেনন, একে আয়াপ্পানাম কোশিয়ুম
সেরা তেলেগু চলচ্চিত্র: রঙিন ছবি
সেরা তামিল চলচ্চিত্র: শিভারঞ্জনিয়ুম ইনুম সিলা পেঙ্গালুম
সেরা মালায়ালাম ফিল্ম: থিঙ্কলাজচা নিশ্চয়াম
সেরা মারাঠি ছবি: গোষ্ঠ এক পৈঠানিচি
সেরা কন্নড় ছবি: ডল্লু
সেরা চিত্রনাট্য: সুররাই পত্রু
সেরা সংলাপ লেখক: ম্যান্ডেলা
সেরা সিনেমাটোগ্রাফি: অভিযাত্রিক (দ্য ওয়ান্ডারলাস্ট অফ অপু)
সেরা মহিলা প্লেব্যাক গায়িকা: নানচাম্মা, এ কে আয়াপ্পানাম কোশিয়ুম
সেরা পুরুষ প্লেব্যাক গায়ক: রাহুল দেশপান্ডে, মি বসন্ত রাও
পরিবেশ সংরক্ষণের উপর সেরা চলচ্চিত্র: মন আরু মনুহ (আসাম)
সর্বাধিক চলচ্চিত্র-বান্ধব রাজ্য: মধ্যপ্রদেশ
সেরা বর্ণনা: রেপসোডি অফ রেইনস – কেরালার বর্ষা
সেরা সম্পাদনা: বর্ডারল্যান্ডস
সেরা অডিওগ্রাফি: ডলু
সেরা অন-লোকেশন সাউন্ড রেকর্ডিস্ট: ম্যাজিকাল ফরেস্ট
সেরা সিনেমাটোগ্রাফি: শাব্দিকুন্না কালাপা
সেরা পরিচালনা: ওহ দ্যাটস ভানু
পারিবারিক মূল্যবোধের উপর শ্রেষ্ঠ চলচ্চিত্র: কুমকুমারচান
সেরা শর্ট ফিকশন ফিল্ম: কাচিচিনিথু
বিশেষ জুরি পুরস্কার: স্বীকৃত
সেরা অনুসন্ধানী চলচ্চিত্র: দ্য সেভিয়ার: ব্রিগেডিয়ারঃ প্রীতম সিং
সেরা এক্সপ্লোরেশন ফিল্ম: হুইলিং দ্য বল
সেরা শিক্ষা চলচ্চিত্র: ড্রিমিং অফ ওয়ার্ডস
সামাজিক ইস্যুতে সেরা চলচ্চিত্র: বিচার
বিলম্বিত কিন্তু বিতরণ
সেরা পরিবেশ চলচ্চিত্র: মনঃ অরু মানুহ
সেরা প্রচারমূলক চলচ্চিত্র: সারমাউন্টিং চ্যালেঞ্জেস
সেরা শিল্প ও সংস্কৃতি চলচ্চিত্র: নাদাদা নবনীতা ডিআর পিটি ভেঙ্কটেশকুমার
সেরা জীবনীমূলক চলচ্চিত্র: পাবুং শ্যাম
সেরা এথনোগ্রাফিক ফিল্ম: মন্ডল কে বোল
সেরা নন-ফিচার ফিল্ম: টেস্টিমনি অফ আনা
একজন পরিচালকের সেরা ডেবিউ নন-ফিচার ফিল্ম: পরিয়া
সিনেমার সেরা বই: কিশ্বর দেশাইয়ের দ্য লংগেস্ট কিস