শুভেন্দুর নাম না করে বেনজির আক্রমণ মদনের, সরব প্রসূনও

- আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, রবিবার
- / 8
আইভি আদক, হাওড়া: গত মঙ্গলবার নবান্ন অভিযানের দিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা “ডোন্ট টাচ মাই বডি” মন্তব্যকে কে কেন্দ্র করে এখনও সরগরম সোশ্যাল মিডিয়া এবং রাজ্য রাজনীতি।
রবিবার হাওড়ায় এই ইস্যুতে ফের মুখ খুললেন মদন মিত্র, বেলাগাম প্রসূন বন্দ্যোপাধ্যায়ও । প্রতিক্রিয়া জানান কুণাল ঘোষও।
এইদিন মদন মিত্র বালির পাঠকপাড়ায় শনিবার এক অনুষ্ঠানে এসে নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে মদন মিত্র বলেন “যারা তাণ্ডব করছেন, গুন্ডামি করছেন, যারা বলছেন “ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেলস”, যদি দলের নির্দেশ আসে ১০ মিনিট লাগবে না ঘটি-বাটি মুড়িয়ে অন্য জায়গায় ফেরত পাঠিয়ে দেব। কিন্তু দল বলেছে হিংসা নয়, সৃষ্টি চাই। তাণ্ডব নয়, প্রেম চাই।” মদন মিত্র আরও বলেন, “এখনই একটা বোমা মারলে সব ফাঁকা হয়ে যাবে। কিন্তু তাতে কৃতিত্ব কিছু নেই।”
মদন মিত্রকে পাশে রেখে প্রসূন বলেন, ক্রীড়ামন্ত্রী হিসেবে মদন মিত্রই তার কাছে শ্রেষ্ঠ।ক্রীড়ামন্ত্রী হিসেবে মদন মিত্রই তার কাছে শ্রেষ্ঠ। আর কাউকে ক্রীড়ামন্ত্রী হিসেবে মেনে নিতে পারবেন না।
অন্যদিকে কুণাল ঘোষের কথায় সরকার চালান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই সবচেয়ে ভালো বুঝবেন মন্ত্রীসভায় কোথায় কার জায়গা