৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস থেকে বিএসএফ, বিলকিস কাণ্ড নিয়ে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার মমতার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৯ অগাস্ট ২০২২, সোমবার
  • / 7

পুবের কলম, ওয়েবডেস্ক:  তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে বিজেপিকে তীব্র শ্লেষাত্মক বাণে বিঁধলেন, তৃণমূল সুপ্রিমো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, আজ তৃণমূলকে বলা হচ্ছে চোর, যারা মিথ্যা বলছে, আমি আজ রাজনীতি না করলে তাদের জিভ টেনে ছিঁড়ে ফেলতে বলতাম।

তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস থেকে বিএসএফ, বিলকিস কাণ্ড নিয়ে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার মমতার

পার্থ, অনুব্রত’র নাম না করে মমতা বলেন, এখনও বিচার হয়নি, ট্রায়াল চলছে। আর তৃণমূলকে চোর বলা হচ্ছে। বিজেপি যা বলছে সংবাদ মাধ্যমও তাই বলছে। বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে। বাম জমানায় অনেক টাকা দিয়ে চাকরি দেওয়া হয়েছে।

এদিন মমতা বলেন, আর এখানে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে। আর বাড়ি বাড়ি সিবিআই, ইডি পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি কটাক্ষ করে মমতা বলেন, বাবুরা এখন বৃন্দাবনে গেছে। বেদান্ত ভিলেজে গিয়ে মন্থন হচ্ছে। তবে মন্থন না ক্রন্দন সেটা পরে বোঝা যাবে।

তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস থেকে বিএসএফ, বিলকিস কাণ্ড নিয়ে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার মমতার

তৃণমূল সুপ্রিমো বলেন, জনগণের টাকা লুঠ করা হয়েছে। আর বিজেপি সব টাকা বিদেশে পাচার করছে।

এই প্রতিষ্ঠা দিবস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র হুঙ্কার দিয়ে বলেন, ববি, পার্থ, অরূপ, চন্দ্রিমা সবাই চোর? আর আপনারা খালি সাধু?   এমন জীবন চলবে না। আমি লিস্ট করে রেখেছি কারা বদনাম করছে।

আমার নাকি সম্পত্তি বেড়েছে! মামলা দায়ের হয়েছে! আমার নামে এখানে কেন ইন্টারন্যাশনাল মামলা হওয়া উচিত। কেউ বলতে পারবে না, আমি একটাও টাকা নিয়েছি। সাংসদ থাকাকালীন ১ লক্ষ করে টাকা পেতাম। একটা টাকাও নিতাম না। খুব দরকার ছাড়া সরকারি গাড়ি চড়ি না। নাম না করে বিজেপির কটাক্ষ,  আমি কেন বই বিক্রি করব, তাতে ওদের গায়ের জ্বালা। শুভাপ্রসন্ন কেন ছবি বিক্রি করবে তাতে ওদের গায়ের জ্বালা। ব্রাত্য কেন আমাদের পুরস্কার দিল, তাতে সকলের সমস্যা। আরে আমি অনেক পুরস্কার ছেড়ে দিয়েছি। আমি রাজনীতিতে এসেছি, সমাজসেবা করার জন্য। মাথা উঁচু করে আমি রাজনীতি করি।

বিজেপিকে হুঙ্কার দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, আর তোমরা কি করছ? চাকরি নেই, সব কিছুতেই জিএসটি। এমনকী মুড়িতেও জিএসটি।

সমাবেশ থেকে মমতা বিজেপির দিকে আঙুল তুলে প্রশ্ন করেন,  মহারাষ্ট্র সরকার ভাঙতে টাকা দেওয়া হয়েছে। ঝাড়খন্ডেও টাকা দিয়ে সরকার ভাঙার চেষ্টা।

তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস থেকে বিএসএফ, বিলকিস কাণ্ড নিয়ে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার মমতার

এদিন প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকেই সীমান্তে বিএসএফ-এর ধর্ষণ নিয়ে সোচ্চার হন মমতা। এদিন তিনি বলেন, ১৫ থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার চাইছ কেন যাতে সব ঘরে ঢুকে ধর্ষণ করতে পারে? বিলকিস বানো মামলায় এই ঘটনার চরম নিন্দা করে এই ঘটনায় সাজাপ্রাপ্তদের মুক্তি নিয়ে কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করে তিনি।

এদিন মমতা জনসমাবেশ থেকেই বলেন, কেন্দ্র সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে বলেন, নির্বাচনের আগেই ববি, অরূপ, চন্দ্রিমা, অ্যারেস্ট করতে চায়। ভাবছে অ্যারেস্ট করতে পারলে আর তৃণমূল জিতবে না। আমাকে অ্যারেস্ট করে দেখাক। আমাকে গ্রেফতার করলেও কিচ্ছু করতে পারবে না। সভায় আসা সকলের উদ্দেশে মমতা বলেন,  যদি কোনও দিন শোনেন, ববির অনেক সম্পত্তি। তাহলে সংবাদমাধ্যমের কথায় বিশ্বাস করবেন না। জানবেন সব সাজানো।

ইডি, সিবিআই প্রসঙ্গে মমতা বলেন, অভিষেক ও স্ত্রীকেও নোটিশ ধরিয়েছে। এবার মনে হয় ওর দুবছরের বাচ্চাটাকে নোটিশ ধরাবে। সভাস্থল থেকেই অভিষেকের উদ্দেশে মমতা বলেন, এবার বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে যাস। তাহলে ওরা বুঝে যাবে, বাচ্চাটাও কত স্ট্রং।

তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস থেকে বিএসএফ, বিলকিস কাণ্ড নিয়ে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার মমতার

 

মমতা বলেন, তৃণমূল একটি আদর্শবান দল। আমি সমাজসেবার রাজনীতি করি। মমতা বলেন, আমি নিজেকে এখনও ছাত্র বলেই মনে করি। আমার মন এখনও সেই রকম।

এদিন সভাস্থল থেকে মমতা ছাত্র-যুব সমাজকে দলীয় বার্তা দিয়ে বলেন, সকলের বাড়ি বাড়ি যান। মানুষের জন্য কাজ করুন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস থেকে বিএসএফ, বিলকিস কাণ্ড নিয়ে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার মমতার

আপডেট : ২৯ অগাস্ট ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে বিজেপিকে তীব্র শ্লেষাত্মক বাণে বিঁধলেন, তৃণমূল সুপ্রিমো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, আজ তৃণমূলকে বলা হচ্ছে চোর, যারা মিথ্যা বলছে, আমি আজ রাজনীতি না করলে তাদের জিভ টেনে ছিঁড়ে ফেলতে বলতাম।

তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস থেকে বিএসএফ, বিলকিস কাণ্ড নিয়ে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার মমতার

পার্থ, অনুব্রত’র নাম না করে মমতা বলেন, এখনও বিচার হয়নি, ট্রায়াল চলছে। আর তৃণমূলকে চোর বলা হচ্ছে। বিজেপি যা বলছে সংবাদ মাধ্যমও তাই বলছে। বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে। বাম জমানায় অনেক টাকা দিয়ে চাকরি দেওয়া হয়েছে।

এদিন মমতা বলেন, আর এখানে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে। আর বাড়ি বাড়ি সিবিআই, ইডি পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি কটাক্ষ করে মমতা বলেন, বাবুরা এখন বৃন্দাবনে গেছে। বেদান্ত ভিলেজে গিয়ে মন্থন হচ্ছে। তবে মন্থন না ক্রন্দন সেটা পরে বোঝা যাবে।

তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস থেকে বিএসএফ, বিলকিস কাণ্ড নিয়ে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার মমতার

তৃণমূল সুপ্রিমো বলেন, জনগণের টাকা লুঠ করা হয়েছে। আর বিজেপি সব টাকা বিদেশে পাচার করছে।

এই প্রতিষ্ঠা দিবস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র হুঙ্কার দিয়ে বলেন, ববি, পার্থ, অরূপ, চন্দ্রিমা সবাই চোর? আর আপনারা খালি সাধু?   এমন জীবন চলবে না। আমি লিস্ট করে রেখেছি কারা বদনাম করছে।

আমার নাকি সম্পত্তি বেড়েছে! মামলা দায়ের হয়েছে! আমার নামে এখানে কেন ইন্টারন্যাশনাল মামলা হওয়া উচিত। কেউ বলতে পারবে না, আমি একটাও টাকা নিয়েছি। সাংসদ থাকাকালীন ১ লক্ষ করে টাকা পেতাম। একটা টাকাও নিতাম না। খুব দরকার ছাড়া সরকারি গাড়ি চড়ি না। নাম না করে বিজেপির কটাক্ষ,  আমি কেন বই বিক্রি করব, তাতে ওদের গায়ের জ্বালা। শুভাপ্রসন্ন কেন ছবি বিক্রি করবে তাতে ওদের গায়ের জ্বালা। ব্রাত্য কেন আমাদের পুরস্কার দিল, তাতে সকলের সমস্যা। আরে আমি অনেক পুরস্কার ছেড়ে দিয়েছি। আমি রাজনীতিতে এসেছি, সমাজসেবা করার জন্য। মাথা উঁচু করে আমি রাজনীতি করি।

বিজেপিকে হুঙ্কার দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, আর তোমরা কি করছ? চাকরি নেই, সব কিছুতেই জিএসটি। এমনকী মুড়িতেও জিএসটি।

সমাবেশ থেকে মমতা বিজেপির দিকে আঙুল তুলে প্রশ্ন করেন,  মহারাষ্ট্র সরকার ভাঙতে টাকা দেওয়া হয়েছে। ঝাড়খন্ডেও টাকা দিয়ে সরকার ভাঙার চেষ্টা।

তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস থেকে বিএসএফ, বিলকিস কাণ্ড নিয়ে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার মমতার

এদিন প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকেই সীমান্তে বিএসএফ-এর ধর্ষণ নিয়ে সোচ্চার হন মমতা। এদিন তিনি বলেন, ১৫ থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার চাইছ কেন যাতে সব ঘরে ঢুকে ধর্ষণ করতে পারে? বিলকিস বানো মামলায় এই ঘটনার চরম নিন্দা করে এই ঘটনায় সাজাপ্রাপ্তদের মুক্তি নিয়ে কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করে তিনি।

এদিন মমতা জনসমাবেশ থেকেই বলেন, কেন্দ্র সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে বলেন, নির্বাচনের আগেই ববি, অরূপ, চন্দ্রিমা, অ্যারেস্ট করতে চায়। ভাবছে অ্যারেস্ট করতে পারলে আর তৃণমূল জিতবে না। আমাকে অ্যারেস্ট করে দেখাক। আমাকে গ্রেফতার করলেও কিচ্ছু করতে পারবে না। সভায় আসা সকলের উদ্দেশে মমতা বলেন,  যদি কোনও দিন শোনেন, ববির অনেক সম্পত্তি। তাহলে সংবাদমাধ্যমের কথায় বিশ্বাস করবেন না। জানবেন সব সাজানো।

ইডি, সিবিআই প্রসঙ্গে মমতা বলেন, অভিষেক ও স্ত্রীকেও নোটিশ ধরিয়েছে। এবার মনে হয় ওর দুবছরের বাচ্চাটাকে নোটিশ ধরাবে। সভাস্থল থেকেই অভিষেকের উদ্দেশে মমতা বলেন, এবার বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে যাস। তাহলে ওরা বুঝে যাবে, বাচ্চাটাও কত স্ট্রং।

তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস থেকে বিএসএফ, বিলকিস কাণ্ড নিয়ে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার মমতার

 

মমতা বলেন, তৃণমূল একটি আদর্শবান দল। আমি সমাজসেবার রাজনীতি করি। মমতা বলেন, আমি নিজেকে এখনও ছাত্র বলেই মনে করি। আমার মন এখনও সেই রকম।

এদিন সভাস্থল থেকে মমতা ছাত্র-যুব সমাজকে দলীয় বার্তা দিয়ে বলেন, সকলের বাড়ি বাড়ি যান। মানুষের জন্য কাজ করুন।