কলকাতাWednesday, 24 August 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

দীপাবলির আগেই বাজারে আসছে ভারতে তৈরি আই ফোন ১৪

mtik
August 24, 2022 9:29 am
Link Copied!

 

পুবের কলম ওয়েবডেস্কঃ চৈনিক নির্ভরতা কমিয়ে এবার আইফোনের উৎপাদন হবে ভারতেই।দীপাবলির আগেই বাজারে আসবে ভারতে প্রস্তুত আইফোন।

জানা যাচ্ছে যন্ত্রাংশ এসে পৌঁছালেই চেন্নাইয়ের কারখানায় শুরু হয়ে যাবে উৎপাদন। এরআগে চিনের বাজারে কোন আইফোন তৈরি হলে তা দেশের বাজারে তৈরি করতে কমপক্ষে ৬ থেকে ৯ মাস সময় লেগে যেত। এর ফলে গ্রাহকদের আগ্রহ অনেকটাই কমে যেত। সমীক্ষা বলছে এর প্রভাব পড়ত কেনাবেচার ওপরে। তাই এখন এই সময়সীমা কমিয়ে ২ মাস করতে চায় আ্যপল।

বর্তমানে তিনটি সংস্থার হাত ধরে ভারতে আইফোন তৈরি করে ‘অ্যাপল’। সংবাদ সংস্থা সূত্রের খবর, সেই তিনটি সংস্থার একটি ইতিমধ্যেই পরিকল্পনা করেছে, চিন থেকে আরও দ্রুত আইফোনের যন্ত্রাংশ আমদানি করার।

উল্লেখ্য ২০২১ সালের মাঝামাঝি সময়ে ভারতে এর উৎপাদন শুরু করে অ্যাপলের অংশীদারী সংস্থা (সহযোগী সংস্থা) উইশট্রন।
এর আগে ভারতে সরাসরি উৎপাদন না করলেও অ্যাসেমবেল করে অ্যাপলের আগের বেশ কয়েকটি মডেল বানিয়েছে সংস্থাটি। তার মধ্যে অত্যাধুনিক অ্যাপল ১১, অ্যাপল এক্স আর, তো রয়েইছে, এমনকী অ্যাপলের আগের ভার্সন আই ফোন ৬এস, আই ফোন সেভেনও রয়েছে।