কলকাতাThursday, 29 July 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

পরিবেশ দূষণ রোধে পথে নামবে বৈদ্যুতিক বাস, ভেসেল ও অটো

mtik
July 29, 2021 5:10 pm
Link Copied!

পুবের কলম ওয়েবডেস্কঃ­ রাজ্যের পরিবহণমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েই ফিরহাদ হাকিম ঘোষণা করেছিলেন, গণপরিবহণ ব্যবস্থাকে আরও গতিশীল ও পরিবেশবান্ধব করা হবে। তিনি জানান, শহর কলকাতার জনসংখ্যা ও মানুষের যাতায়াত বেড়ে যাওয়ার জন্য নয়া রুটের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাই কলকাতায় একাধিক নতুন রুট তৈরি করে অটো চালানোর সিদ্ধান্তের কথা জানান ফিরহাদ হাকিম। তিনি আরও জানান, আগামীদিনে শহরে বিদ্যুৎ চালিত অটো চালানোর পরিকল্পনা করছে সরকার। এবার সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে এগিয়ে এলো রাজ্য পরিবহণ দফতর। পরিবেশ দূষণ রোধ করতে রাজ্যজুড়ে ইলেকট্রিক বাস, ভেসেল ও অটো চালানোর জন্য পরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছে সরকার। সব ঠিকঠাক এগোতে থাকলে আগামী বছর প্রায় হাজার খানেক বিদ্যুৎ চালিত বাস চালানো হবে। এ নিয়ে বুধবার দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। ওই বৈঠকে হাজির ছিলেন দফতরের আধিকারিক ও বিভিন্ন পরিবহণ নিগমের ম্যানেজিং ডাইরেক্টররাও। সেখানেই ইলেকট্রিক যানবাহন চালানোর মাস্টারপ্লান করা হয়েছে। কোথায়, কীভাবে গাড়ি চলবে, ভাড়া কতো হবে প্রায় সব কিছু নিয়েই আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।